কষ্ট করে জিততে হলো রিয়ালকে
সেল্টিককে ৭-০ গোলে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়নস লিগের শুরুটা দারুণভাবে করেছে বার্সেলোনা। তবে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ও গতবারের শিরোপাজয়ী রিয়াল মাদ্রিদের শুরুটা মোটেও ভালো হয়নি। পর্তুগালের ক্লাব স্পোর্টিং লিসবনের বিপক্ষে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়তে পারলেও নিশ্চিতভাবেই খুশি হতে পারেননি রিয়ালের সমর্থকরা।
প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে ৪৭ মিনিটের মাথায় রিয়ালের জালে বল জড়িয়ে দিয়েছিলেন স্পোর্টিংয়ের ফরোয়ার্ড ব্রুনো সিজার। ৮৮ মিনিট পর্যন্ত এক গোলে পিছিয়ে থাকার পর হারের আশঙ্কাই ভর করেছিল রিয়াল শিবিরে। ৮৯ মিনিটে ফ্রি-কিক থেকে দারুণ এক গোল করে খেলায় সমতা ফেরান রোনালদো। আর শেষ বাঁশি বাজার কয়েক মুহূর্ত আগে হেড করে জয়সূচক গোলটি করেছেন আলভারো মোরাতা। স্পোর্টিংয়ের বিপক্ষে এ রকম ঘাম-ঝরানো জয়কে রিয়ালের জন্য সতর্কবার্তা বলেই মনে করছেন রোনালদো। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘সামনের ম্যাচগুলোর জন্য এটা একটা সতর্কবার্তা। আমরা হালকাভাবে শুরু করতে পারব না। কারণ যদি আমরা তেমনটা করি, তাহলে আমাদের বোকা বনে যেতে হবে।’
এবারের মৌসুমে প্রথমবারের মতো একসঙ্গে মাঠে দেখা গিয়েছিল রিয়ালের আক্রমণভাগের তিন তারকা রোনালদো, গ্যারেথ বেল ও করিম বেনজেমাকে। কিন্তু মাঠের লড়াইয়ে খুব বেশি দাপট দেখাতে পারেননি তাঁরা। ৬৭ মিনিটে বেল ও বেনজেমাকে তুলে নিয়েছিলেন জিদান। মাঠে নামিয়েছিলেন মোরাতা ও লুকাস ভারকুয়েজকে। ১০ মিনিট পরে টনি ক্রুসের বদলি হিসেবে নামেন হামেস রদ্রিগেজ। কলম্বিয়ান এই মিডফিল্ডারই পাল্টে দিয়েছিলেন খেলার চিত্র। শেষ মুহূর্তে মোরাতা জয়সূচক গোলটিও করেছেন রদ্রিগেজের ক্রস থেকে।
‘এফ’ গ্রুপের অপর ম্যাচে পোল্যান্ডের ক্লাব লেজিয়া ওয়ারসকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে বরুশিয়া ডর্টমুন্ড। বড় জয় দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থানও দখল করেছে জার্মানির অন্যতম সেরা এই ক্লাব।
চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে ইংল্যান্ডের দুই ক্লাব লিস্টার সিটি ও ম্যানচেস্টার সিটি। ইউরোপসেরার লড়াইয়ে প্রথমবারের মতো খেলতে নেমে বেলজিয়ামের ক্লাব ব্রুগের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে লিস্টার। ম্যানসিটি ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে জার্মান ক্লাব বরুশিয়া মনশেনগ্ল্যাডবাখকে।