চট্টগ্রাম আবাহনীর কোচ বরখাস্ত
গত মার্চে চট্টগ্রাম আবাহনীর কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন যোশেফ পাভলিক। তাঁর অধীনে দল যথেষ্টই ভালো করছিল। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের সাত রাউন্ড শেষে দ্বিতীয় স্থানে আছে দলটি। অথচ এই সার্বীয় কোচকে হুট করে বরখাস্ত করেছে চট্টগ্রামের দলটি।
আজ বুধবার পাভলিককে চট্টগ্রাম আবাহনীর কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। আবাহনী ক্লাব সূত্রে জানা গেছে এই তথ্য।
পাভলিককে এক মৌসুমের জন্য নিয়োগ দিয়েছিল দলটি। কিন্তু সাত মাসের মাথায় তাঁকে বরখাস্ত করা হয়। এখন কোচের দায়িত্ব পালন করবেন দলটির সাবেক কোচ নজরুল ইসলাম লেদু।
লিগে এখন পর্যন্ত সাত ম্যাচ খেলে চট্টগ্রাম আবাহনী তিন ম্যাচে জয় পেয়েছে। আর তিনটিতে ড্র এবং একটি ম্যাচে হেরেছে দলটি।