মোহামেডানকে উড়িয়ে দিল আবাহনী
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলে এই মৌসুমে দুই দলের এটি প্রথম দেখা। এই লড়াইয়ে পাত্তাই পেল না মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেডের কাছে ৩-০ গোলের বিশাল ব্যবধানে হেরেছে সাদা-কালোর শিবির।
বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আবাহনী প্রথমে এগিয়ে যায় মিডফিল্ডার হেমন্ত ভিনসেন্ট বিশ্বাসের গোলে। ম্যাচের ২৭ মিনিটে তিনি লক্ষ্যভেদ করেন।
এরপর মোহামেডান শত চেষ্টা করেও গোলটি সমতা আনতে পারেনি। বরং আরো দুটি খেয়ে বসে তারা।
মূলত ম্যাচের শেষ পাঁচ মিনিটেই দলের গোল ব্যবধান বড় করে আবাহনী। ৮৯ মিনিটে নাইজেরীয় স্ট্রাইকার সানডে সিজোবা নীল-আকাশিদের ব্যবধান দ্বিগুণ করেন।
ম্যাচের ইনজুরি সময়ে আবাহনীর ইংলিশ মিডফিল্ডার লি টাক দলটির পক্ষে তৃতীয় গোল করে ব্যবধান আরো বড় করেন।
এই জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে গেছে আবাহনী। সাত ম্যাচে তাদের সংগ্রহ ১৫ পয়েন্ট। সমান ম্যাচে মোহামেডান মাত্র পাঁচ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।
ফেনী সকার ও রহমতগঞ্জের মধ্যকার দিনের অন্য ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।