ইসিনবায়েভার নতুন চ্যালেঞ্জ
মেয়েদের পোলভল্টে তিনি কিংবদন্তি। পোলভল্টের বিশ্ব আর অলিম্পিক দুটো রেকর্ডই তাঁর দখলে। অলিম্পিক আর বিশ্ব চ্যাম্পিয়নেও তাঁর বহু সাফল্য। এবার অন্য ভূমিকা পালনে আগ্রহী ইয়েলেনা ইসিনবায়েভা। রুশ অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি হতে চাইছেন তিনি।
ডোপিংয়ের অভিযোগে নিষিদ্ধ হওয়ায় এবারের অলিম্পিকে রাশিয়ার কোনো অ্যাথলেট অংশ নিতে পারেননি। সেই ক্ষোভেই সম্ভবত গত মাসে অবসরের ঘোষণা দিয়েছেন ইসিনবায়েভা। দুটি অলিম্পিক ও তিন বিশ্ব চ্যাম্পিয়নশিপে স্বর্ণজয়ী এখন তাকিয়ে আগামী ডিসেম্বরের দিকে। রাশিয়ার স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ৯ ডিসেম্বর অ্যাথলেটিকস ফেডারেশনের নির্বাচনে বর্তমান সভাপতি দিমিত্রি শ্লিয়াখতিন অংশ নিচ্ছেন না। রুশ অ্যাথলেটদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে ব্যর্থ হওয়ার জন্যই তাঁর এমন সিদ্ধান্ত।
শ্লিয়াখতিনের উত্তরসূরী হিসেবে নিজেকে দেখতে চান ইসিনবায়েভা। রাশিয়ার বার্তাসংস্থা তাসকে তিনি বলেছেন, ‘আমাদের একসঙ্গে কাজ করতে হবে। একসঙ্গে থাকলে আমরা আমাদের দেশকে প্রতিরোধ করতে পারব। দেশের সম্মান আর মর্যাদা সব কিছুই রক্ষা করতে পারব। আর তাহলে সব কিছুই সম্ভব হবে।’
পোলভল্টে ১৭ বার বিশ্ব রেকর্ড গড়া ইসিনবায়েভা নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী, ‘অ্যাথলেটিকস ফেডারেশনকে আমারই নেতৃত্ব দেওয়া উচিত। আশা করি আমার নেতৃত্বে আন্তর্জাতিক অ্যাথলেটিকস ফেডারেশনে সম্মানজনক জায়গা ফিরে পাব আমরা।’