প্রিমিয়ার লিগে প্রথম হার গার্দিওলার
ম্যানচেস্টার সিটির কোচ হিসেবে শুরুটা দারুণভাবে করেছেন এ সময়ের অন্যতম সেরা কোচ পেপ গার্দিওলা। তাঁর তত্ত্বাবধানে প্রিমিয়ার লিগে টানা ছয়টি জয় পেয়েছিল ম্যানচেস্টার সিটি। নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডকেও হারিয়েছিল ২-১ গোলে। তবে সপ্তম ম্যাচে ম্যানসিটিকে রুখে দিয়েছে টটেনহাম। হারিয়েছে ২-০ গোলে। ম্যানসিটির কোচ হিসেবে এটিই গার্দিওলার প্রথম হার।
প্রিমিয়ার লিগের এবারের মৌসুমে শুধু ম্যানসিটিই জিতেছিল প্রথম ছয়টি ম্যাচ। সপ্তম ম্যাচটিও জিততে পারলে পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরো পাকাপোক্ত করতে পারতেন গার্দিওলা। কিন্তু টটেনহামের মাঠে খেলতে গিয়ে থেমে গেছে ম্যানসিটির জয়যাত্রা। ৯ মিনিটের মাথায় ম্যানসিটি পিছিয়ে পড়েছিল আলেক্সান্ডার কোলারোভের আত্মঘাতী গোলের কারণে। ৩৭ মিনিটে আরো একটি গোল করেছেন টটেনহামের ডেলে আলি। ৬৫ মিনিটে আরো একটি গোলের সুযোগ পেয়েছিল টটেনহাম। কিন্তু পেনাল্টি থেকে গোল করতে পারেননি এরিক লামেলা।
টটেনহামের বিপক্ষে হারের স্বাদ পেলেও পয়েন্ট তালিকার শীর্ষস্থান হারাতে হয়নি ম্যানসিটিকে। সাত ম্যাচ শেষে ১৮ পয়েন্ট নিয়ে সবার ওপরেই আছে গার্দিওলার শিষ্যরা। ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে টটেনহাম।
১৬ পয়েন্ট নিয়ে তৃতীয় ও চতুর্থ স্থানে আছে আর্সেনাল ও লিভারপুল। সপ্তম রাউন্ডের খেলায় জয় পেয়েছে দুই দলই। নিচের সারির ক্লাব ব্রুনলের বিপক্ষে আর্সেনাল জিতেছে ১-০ গোলে। একেবারে শেষ মুহূর্তে জয়সূচক গোল করেছেন লরেন্ত শেজনি। লিভারপুল ২-১ গোলে হারিয়েছে সোয়ানসি সিটিকে।