রোনালদিনিয়োর মেসি আক্ষেপ!
দীর্ঘ ১৭ বছরের ফুটবল ক্যারিয়ারে প্রায় সব সাফল্যই পেয়েছেন রোনালদিনিয়ো। ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগ, কোপা লিবার্তোদোরেস, বিশ্বকাপ, ফিফা বর্ষসেরা ফুটবলার পুরস্কার—সবকিছুই জিতেছেন ব্রাজিলের এই তারকা। তারপরও ক্যারিয়ারের শেষলগ্নে এসে একটা আফসোস থেকেই গেছে রোনালদিনিয়োর। আর সেটা লিওনেল মেসিকে নিয়ে।
২০০৩ সালে ইন্টার মিলান থেকে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন রোনালদিনিয়ো। তখনো ইউরোপিয়ান ফুটবলে সেভাবে শোনাই যায়নি মেসির নাম। শুরু থেকেই দারুণ নৈপুণ্য দেখিয়ে সমর্থকদের মন জিতে নেন রোনালদিনিয়ো। ২০১৪ সালের শেষে আক্রমণভাগের সঙ্গী হিসেবে পেয়ে যান মেসিকে। এর পর টানা তিনটি বছর মাঠ মাতিয়েছে মেসি-রোনালদিনিয়ো জুটি। ২০০৫ সালে মেসি লা লিগার প্রথম গোলটিও করেছিলেন রোনালদিনিয়োর পাস থেকে।
সেই মেসি এখন লা লিগার সর্বোচ্চ গোলদাতা। ক্যারিয়ার শুরুর কঠিন সময়ে রোনালদিনিয়ো যে অনেক সহায়তা করেছেন, তা সব সময়ই শোনা গেছে মেসির মুখে। আর মেসির সঙ্গে আরো কিছুদিন না খেলতে পারায় আক্ষেপ করেছেন রোনালদিনিয়ো, ‘ফুটবল ক্যারিয়ারে আমি সবকিছুই পেয়েছি। এ জন্য আমি কৃতজ্ঞ। মেসি অসাধারণ খেলোয়াড়। আরো বেশি সময় ধরে তার সঙ্গে খেলতে পারাটা হতো দারুণ ব্যাপার।’
এ সময়ের অন্যতম সেরা খেলোয়াড়ের সম্মান পেলেও রোনালদিনিয়োর মতো মেসি অবশ্য অর্জন করতে পারেননি কাঙ্ক্ষিত সাফল্য। ক্লাব ফুটবলে সবাইকে ছাড়িয়ে গেলেও জাতীয় দলের জার্সি গায়ে এখনো বড় কোনো প্রতিযোগিতার শিরোপা জিততে পারেননি আর্জেন্টাইন এই তারকা। তবে মেসি সেটাও একদিন পেয়ে যাবেন বলে আশা রোনালদিনিয়োর, ‘মেসি দুর্দান্ত খেলোয়াড়। আর আর্জেন্টিনাও খুব ভালো দল। আমার বিশ্বাস, পরবর্তী বিশ্বকাপটাই মেসি জিততে পারবে। অন্যান্য বন্ধুর মতো আমি মেসিকেও সব সময় শুভকামনা জানাই।’