তামিমের সাত রানের আক্ষেপ
মিরপুর টেস্টের চতুর্থ দিনে আট রানের জন্য ১৮তম অর্ধশতক পূর্ণ করতে পারেননি তামিম ইকবাল। তবে বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান আক্ষেপ করতে পারেন ভিন্ন কারণে। আর মাত্র সাত রান করতে পারলে টেস্টে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রানের মালিক হয়ে যেতেন এই বাঁ-হাতি ওপেনার। গড়তে পারতেন এমন এক কীর্তি যা আগে কখনো ক্রিকেট-বিশ্ব দেখেনি।
ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান (৪৪৩৭), সর্বোচ্চ সেঞ্চুরি (৬টি) ও সেরা ইনিংসের (১৫৪) মালিক তামিম। সাকিব আল হাসানেরও অবশ্য ওয়ানডেতে ৬টি সেঞ্চুরি আছে। শনিবার টেস্ট ক্রিকেটেও ব্যাটিংয়ের তিনটি কীর্তি নিজের করে নেওয়ার হাতছানি ছিল তামিমের সামনে।
কয়েক দিন আগে খুলনা টেস্টে বাংলাদেশের পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ ২০৬ রানের ইনিংস এসেছিল তাঁর ব্যাট থেকে। সবচেয়ে বেশি সাতটি শতকও এখন তামিমের অধিকারে। তবে সর্বোচ্চ রানের জন্য আরো কিছুদিন অপেক্ষায় থাকতে হচ্ছে। আরেকটু বিশদে বললে আগামী মাসে ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট শুরু হওয়া পর্যন্ত।
৩২ রানে অপরাজিত থেকে মিরপুর টেস্টের তৃতীয় দিন শেষ করেছিলেন তামিম। শনিবার ১০ রান করে এগিয়ে যাচ্ছিলেন হাবিবুলের রেকর্ড ভেঙে দেওয়ার দিকে। কিন্তু সেই সম্ভাবনা ভেঙে দিয়েছেন ইমরান খান। পাকিস্তানের এই পেসারের বল তামিমের ব্যাটে লেগে চলে গেছে উইকেটরক্ষক সরফরাজ আহমেদের হাতে। ৬৭ বলে খেলা ৪২ রানের আক্ষেপজাগানো ইনিংসটা নির্মিত সাতটি চারে।