বৃষ্টি থেমেছে আশা জেগেছে, তবে শঙ্কা কাটেনি
বেলা সোয়া ১১টা পর্যন্ত অবিরাম বৃষ্টি ঝরেছে চট্টগ্রামে। এরপরই আস্তে আস্তে কিছুটা তেজ কমতে শুরু করে। ঠিক সাড়ে ১১টায় সাগরিকায় বৃষ্টি পুরোপুরিই থেমে যায়। আশা জেগে ওঠে চট্টগ্রামে তৃতীয় ওয়ানডে ম্যাচের আয়োজন নিয়েও।
বৃষ্টি থামায় চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের মাঠকর্মীদের মুখেও হাসি ফুটেছে। তাঁরা নেমে পড়েছেন মাঠ প্রস্তুতির কাজে। সরিয়ে ফেলা হয়েছে উইকেটের কভারও। পানি নিষ্কাশনের জন্য মাঠে নেমে পড়েছেন সুপার-সপারও।
তবে শঙ্কার বিষয় হচ্ছে, বৃষ্টি থামলেও সাগরিকার আকাশ এখনো মেঘাচ্ছন্ন। বাইছে হিমেল বাতাসও। যেকোনো মুহূর্তে আবার নামতে পারে বৃষ্টি।
তাই এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না, খেলা মাঠে গড়াবে কি না। দুই দলের খেলোয়াড়রা এখনো টিম হোটেলেই আছেন। সবুজসংকেত পেলেই তাঁরা রওনা হবেন স্টেডিয়ামের উদ্দেশে।
চট্টগ্রামে সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচটি শুরু হওয়ার কথা বেলা আড়াইটায়। দুপুর ১২টা পর্যন্ত দুই দলই মাঠে না আসায় বোঝা যাচ্ছে, খেলা মাঠে গড়ালেও কিছুটা দেরি হবে। ম্যাচটির ওভার কমানোর শঙ্কাই বেশি।
তবে সবকিছু নির্ভর করছে বৃষ্টির ওপর। কারণ আবহাওয়ার পূর্বাভাসও বলছে, চট্টগ্রামে আজও ভারি বৃষ্টি হতে পারে।