সাগরিকায় দর্শকদের ভিড়, বৃষ্টি থামার প্রার্থনা
দর্শকদের জন্য তখনো গেট খুলে দেওয়া হয়নি। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের মূল ফটকের সামনে এক কোণে দাঁড়িয়ে আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র তামিম আহমেদ। কখন গেট খুলবে, মাঠে ঢুকবেন সেই আশায় দাঁড়িয়ে আছেন। আর চোখেমুখে রাজ্যের হতাশা, খেলা দেখতে পারবেন তো?
বহু কষ্টে দুটি টিকেট জোগাড় করেছেন, তাই বন্ধু দেলোয়ার হোসেনকে সঙ্গে নিয়ে আগেই চলে এসেছেন সাগরিকায়। বৃষ্টি হচ্ছে দেখেছেন, তবু চলে এসেছেন অনেক দিন পর নিজেদের মাটিতে একটি আন্তর্জাতিক ম্যাচ দেখার আশায়।
গত বছর জুলাইতে এই চট্টগ্রামে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল। ১৫ জুলাইয়ের সেই ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল বাংলাদেশ। ২-১ ব্যবধানে সিরিজও জিতেছিলেন টাইগাররা।
সেই ম্যাচটিতেও বৃষ্টি বাগড়া দিয়েছিল। পরে কার্টেল ওভারে ম্যাচটি মাঠে গড়িয়েছিল। ৪০ ওভারের সেই ওয়ানডেতে বাংলাদেশ নয় উইকেটের বিশাল জয় পেয়েছিল।
তাই ক্রিকেটপ্রেমী তামিমের আশা, আজও মাঠে গড়াবে খেলা। এনটিভি অনলাইনকে তিনি বলেন, 'চট্টগ্রামের মাটিতে খেলা হচ্ছে, তাই মাঠে বসে দেখব—এ আশায় চলে এসেছি। বৃষ্টি হচ্ছে তা-ও দেখেছি। যদি বৃষ্টি থামে, এ আশায় আগেই চলে আসা। কিন্তু আকাশের যে অবস্থা দেখছি তাতে খেলা হবে, তা নিয়েই কিছুটা চিন্তিত। অনেক কষ্ট করে আমরা দুটি টিকেট জোগাড় করেছি।'
'আমি খেলা দেখতে চাই। দেখতে চাই বাংলাদেশের জয়। প্রার্থনা করি, বৃষ্টি থামবে, খেলা মাঠে গড়াবে।'
বন্দরনগরীর নাসিরাবাদ সোসাইটি থেকে রুবিনা রহমান খেলা দেখতে এসেছেন বাবার সঙ্গে। বাবা-ভাইয়ের সঙ্গে স্টেডিয়ামের সামনে দাঁড়িয়ে থাকা এই দর্শক বলেন, 'বৃষ্টি থেমে যাক, খেলা শুরু হোক—এ আশা করি। প্রথমবারের মতো মাঠে বসে খেলা দেখতে এসেছি। তাই হতাশ হয়ে ফিরতে চাই না।'
শুধু এ দুজন নন, সব ক্রিকেটপ্রেমীরই আশা, খেলা মাঠে গড়াক। সেই আশায় স্টেডিয়ামের সামনে দাঁড়িয়ে আছেন হাজার হাজার দর্শক।