এ কোন আর্জেন্টিনা!
এ কোন আর্জেন্টিনা! ব্রাজিলের বিরুদ্ধে মেসিরা সর্বশক্তি নিয়ে নেমেছে তো? সুপারক্লাসিকোর তকমা লাগা ম্যাচটা বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ, যা আর্জেন্টিনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এ ম্যাচে এই দশা!
অন্যদিকে নিজেদের মাঠে ‘চিরশত্রু’কে পেয়ে যেন ঝাল মেটাল ব্রাজিল।
দলের নতুন কোচ এদগার্দো বাউজা মাঝমাঠের দুর্বলতার কথা স্বীকার করেছেন। এ ব্যাপারে কাজ করার প্রতিশ্রুতিও তিনি দিয়েছিলেন। কিন্তু ব্রাজিলের বিরুদ্ধে আকাশি-সাদাদের মাঝমাঠে খুব বেশি তৎপর দেখা গেল না। মাঝমাঠ বেশিরভাগ সময়টা ব্রাজিলের নিয়ন্ত্রণে। আর্জেন্টিনার ফুটবলারদের মধ্যে বিশাল বিশাল গ্যাপ। আর তাতেই বল কেড়ে নেওয়ার সুযোগ নিয়েছেন পলিনহো, কটিনহোরা।
মেসি যথারীতি মাঝমাঠ থেকে বল নিয়ে গোলমুখে যান। কিন্তু ডি মারিয়া, হিগুয়েনরা সেভাবে মেসিকে সাহায্য করতে পারেননি। অভিজ্ঞ মাচেরানোকে ব্যস্ত থাকতে হয়েছে গোল বাঁচানোর লড়াইয়ে।
কোচ এদগার্দো বাউজা দলটিকে খেলিয়েছেন ৪-৪-২ পদ্ধতিতে। ছক অনুযায়ী মাঝমাঠের নিয়ন্ত্রণ আর্জেন্টিনার ছিল না। শুরু থেকেই তা নিয়ে নেয় ব্রাজিলের আলভেস, মার্সেলোরা।
মাঝমাঠে কেবলই দৌড়ে গেছেন বিলিয়া। সুযোগ পেয়েও গোল করতে পারেননি।
তিন ম্যাচ পর ফিরে মেসি দলের জন্য পুরো মাঠ খেলে বেড়িয়েছেন। কিন্তু দলবল নিয়ে গিয়ে বল ব্রাজিলের গোলরক্ষকের কাছে গিয়ে দিয়ে আসতে হয়েছে। এবারের বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার হয়ে তিন ম্যাচ খেলেছেন মেসি। ওই তিনটিতেই জয় পেয়েছেন মেসি। মেসির অনুপস্থিতিতে দুটি ম্যাচ ড্র করেছে এবং একটি ম্যাচ তো প্যারাগুয়ের কাছে হেরেই গেছে আর্জেন্টিনা।
মেসির ছায়া হয়ে বার্সেলোনার মতো আর্জেন্টিনার রক্ষণভাগেও দুর্গ হয়ে দাঁড়ান মাচেরানো। আর গোলবারে নিজের সবটা দেওয়ার চেষ্টা থাকে রোমেরোর। কিন্তু ফুটবলটা তো তিনজনের খেলা না!