রিয়াল-আতলেতিকো, দুয়েরই হার চান এনরিকে
ফুটবল মাঠে মুখোমুখি লড়াইয়ে দুই দলই হারের মুখ দেখছে, এমনটা কখনো সম্ভব নয়। কিন্তু মাদ্রিদ ডার্বির আগে মজা করে তেমনটাই প্রত্যাশা করেছেন লুইস এনরিকে। রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি লড়াইয়ে দুই দলই যেন হারের মুখ দেখে এমন অবাস্তব প্রত্যাশার কথাই জানিয়েছেন বার্সেলোনার কোচ।
লা লিগায় এবার ভালোই জমেছে শিরোপাজয়ের লড়াই। পাঁচটি দল পাল্লা দিয়ে লড়ছে কাঙ্ক্ষিত শিরোপার জন্য। তবে রিয়াল ও আতলেতিকো মাদ্রিদই যে বার্সেলোনার প্রধান প্রতিদ্বন্দ্বী, তা বলার অপেক্ষা রাখে না। কোচ লুইস এনরিকেও সেটা খুব ভালোমতোই জানেন। তাই দুই দলের মুখোমুখি লড়াইয়ের আগে এনরিকে চাইছেন যেন মাদ্রিদ ডার্বিতে দুই দলই দেখে হারের মুখ। মজা করে তিনি বলেছেন, ‘আমরা যদি জিতি তবে মাদ্রিদ ডার্বি নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই। আমি চাইব যাতে দুই দলই হারে কিন্তু আমি জানি তা অসম্ভব।’
লা লিগার ১১ ম্যাচ শেষে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। ২৫ পয়েন্ট নিয়ে বার্সা আছে দ্বিতীয় স্থানে। ২১ পয়েন্ট নিয়ে আতলেতিকো মাদ্রিদ আছে চতুর্থ স্থানে। আজ নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকোকে হারাতে পারলে শীর্ষস্থান আরো পাকাপোক্ত করতে পারবে রিয়াল। কিন্তু হারের মুখ দেখলে তাদের নেমে যেতে হতে পারে দ্বিতীয় স্থানে। সে ক্ষেত্রে মালাগার বিপক্ষে জিতলেই বার্সেলোনা চলে যাবে পয়েন্ট তালিকার শীর্ষে।
আজ শনিবার রাত সোয়া ৯টায় নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে মালাগার মুখোমুখি হবে বার্সেলোনা। আর দিবাগত রাত পৌনে ২টায় আতলেতিকোর বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। ঐতিহ্যবাহী মাঠ ভিসেন্তে ক্যালদেরনে এটাই হবে আতলেতিকোর শেষ ম্যাচ।