বদলিরাই বদলে দিলেন ম্যাচের চিত্র
ম্যানচেস্টার ইউনাইটড-আর্সেনাল ম্যাচের ৭৩ মিনিটের মাথায় বদলি হিসেবে মাঠে নেমেছিলেন অভিভার জিরু। ৮৩ মিনিটে মাঠে নেমেছিলেন অ্যালেক্স অক্সলেড চেম্বারলেইন। তখনও ১-০ গোলে পিছিয়ে ছিল আর্সেনাল। ম্যানইউয়ের জয় অবধারিতই ধরে নিয়েছিলেন অনেকে। কিন্তু আর্সেনালের বদলি হিসেবে মাঠে নামা দুই ফুটবলারই বদলে দিয়েছেন ম্যাচের চিত্র। শেষমুহূর্তে গোল করে ম্যানইউকে জয়বঞ্চিত করেছেন জিরু। আর সেই গোলে নেপথ্য ভূমিকা ছিল চেম্বারলেইনের। ওল্ড ট্রাফোর্ডে শেষপর্যন্ত ১-১ গোলের ড্র নিয়েই মাঠ ছেড়েছে ম্যানইউ-আর্সেনাল।
নিজেদের মাঠে শুরু থেকেই দাপট দেখিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে গোলের দেখা পেতে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছে রেড ডেভিলদের। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে, ৬৮ মিনিটের মাথায় ম্যাচের প্রথম গোলটি করেন হুয়ান মাতা। আন্দ্রে হেরেরার পাস থেকে বল পেয়ে সেটা জালে জড়াতে কোনো ভুল হয়নি স্প্যানিশ এই মিডফিল্ডারের। ম্যাচের ৮৮ মিনিট পর্যন্ত এই এক গোলের ব্যবধানেই এগিয়ে ছিল জোসে মরিনিয়োর শিষ্যরা। কিন্তু শেষপর্যায়ে চেম্বারলেইসের ক্রস থেকে জোরালো এক হেড করে ম্যানইউয়ের জালে বল জড়িয়ে দিয়েছেন আর্সেনালের ফরোয়ার্ড জিরু। ১-১ গোলে ড্রয়ের পর পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে ম্যানইউ ও আর্সেনাল।
নিজেদের মাঠে জয় পেলে পয়েন্ট তালিকায় বেশ খানিকটা এগিয়ে যেতে পারত ম্যানইউ। কিন্তু পয়েন্ট ভাগাভাগি করে নেওয়ায় এখন ষষ্ঠ স্থানেই থেকে যেতে হচ্ছে ইংল্যান্ডের অন্যতম সেরা এই ক্লাবকে। ১২ ম্যাচ শেষে ম্যানইউয়ের সংগ্রহ ১৯ পয়েন্ট। অন্যদিকে ড্র করেও ভালো অবস্থানে আছে আর্সেনাল। ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে তারা আছে তৃতীয় স্থানে। শীর্ষে থাকা লিভারপুলের ঘরে জমা হয়েছে ২৬ পয়েন্ট।
আজ প্রিমিয়ার লিগের অপর ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে জয় পেলে অবশ্য আর্সেনালকে ছাড়িয়ে যেতে পারবে ম্যানচেস্টার সিটি। ১১ ম্যাচ শেষে ২৪ পয়েন্ট নিয়ে তারা আছে চতুর্থ স্থানে।