ডি স্টেফানোকে ছাড়িয়ে গেলেন রোনালদো
লা লিগার গত তিনটি মৌসুমে নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের কাছে বেশ ভালোই নাকাল হতে হয়েছিল রিয়াল মাদ্রিদকে। ছয়টি ম্যাচের একটিতেও জিততে পারেনি লস ব্লাঙ্কোসরা। হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল চারটি ম্যাচে। তবে এবারের মৌসুমে প্রতিশোধটা দারুণভাবেই নিয়েছে রিয়াল মাদ্রিদ। ভিসেন্তে ক্যালদেরনে আতলেতিকোকে হারিয়েছে ৩-০ গোলে। তিনটি গোলই করেছেন এ সময়ের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। দুর্দান্ত এই হ্যাটট্রিক করে রিয়াল কিংবদন্তি আলফ্রেড ডি স্টেফানোকেও ছাড়িয়ে গেছেন এই পর্তুগিজ তারকা।
রিয়ালের জার্সি গায়ে নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকোর বিপক্ষে সবচেয়ে বেশি, ১৭টি গোল করার রেকর্ড দীর্ঘদিন ধরেই ছিল ডি স্টেফানোর দখলে। শনিবার রোনালদো আতলেতিকোর বিপক্ষে মাঠে নেমেছিলেন ১৫ গোল নিয়ে। এই ম্যাচেই যে স্টেফানোকে ছাড়িয়ে যেতে পারবেন এটা হয়তো কেউ ভাবতেও পারেননি। কিন্তু প্রতিপক্ষের মাঠে দারুণ এক হ্যাটট্রিক করে ডি স্টেফানোকে ছাড়িয়ে গেছেন তিনবারের ফিফা বর্ষসেরা ফুটবলার। গোল তিনটি করেছেন ম্যাচের ২৩, ৭১ ও ৭৭ মিনিটে। ৭১ মিনিটে ম্যাচে ও নিজের দ্বিতীয় গোলটি রোনালদো করেছিলেন পেনাল্টি থেকে।
আতলেতিকোর বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয় দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরো পাকাপোক্ত করেছে রিয়াল মাদ্রিদ। লা লিগার ১২ ম্যাচ শেষে তাদের ঘরে জমা হয়েছে ৩০ পয়েন্ট। শনিবার অপর ম্যাচে মালাগার বিপক্ষে গোলশূন্য ড্র করে হোঁচট খেয়েছে রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। ফলে পয়েন্ট তালিকায় রিয়ালের সঙ্গে তাদের ব্যবধানটাও বেড়ে গেছে বেশ খানিকটা। ১২ ম্যাচ শেষে ২৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে কাতালানরা। ২১ পয়েন্ট নিয়ে আতলেতিকো আছে পঞ্চম স্থানে। তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা সেভিয়া ও ভিলারিয়ালের সংগ্রহ ২৪ ও ২২ পয়েন্ট।