বাংলাদেশ সফরে ভারতের পূর্ণশক্তির দল

বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনিসহ বেশ কয়েকজন তারকা ক্রিকেটার বাংলাদেশ সফরে আসবেন না বলে গুঞ্জন শোনা যাচ্ছিল। কিন্তু সেই গুঞ্জনকে ভুল প্রমাণ করেছেন ভারতের নির্বাচকরা। টেস্ট আর ওয়ানডে অধিনায়ক কোহলি-ধোনিসহ পূর্ণশক্তির দল নিয়েই বাংলাদেশে আসছে ‘টিম ইন্ডিয়া’। বুধবার ঘোষিত দলে সবচেয়ে বড় চমক হরভজন সিং। দুই বছরেরও বেশি সময় পর টেস্ট দলে ফিরেছেন এই অফস্পিনার।
ভারতের হয়ে হরভজন সর্বশেষ সাদা পোশাকে মাঠে নেমেছিলেন ২০১৩ সালের মার্চে। প্রায় সোয়া দুই বছর পর ‘ভাজ্জি’কে দলে ফেরানোর পেছনে ভারতের প্রধান নির্বাচক সন্দীপ পাতিলের যুক্তি, ‘বাংলাদেশ দলে বেশ কয়েকজন বাঁহাতি ব্যাটসম্যান থাকায় আমরা টেস্ট দলে দুজন অফস্পিনার হরভজন ও (রবিচন্দ্রন) অশ্বিনকে রাখার সিদ্ধান্ত নিয়েছি।’
টেস্ট দলে নেওয়া হয়েছে লেগস্পিনার করন শর্মাকেও। তবে টেস্ট দল থেকে বাদ দেওয়া হয়েছে রবীন্দ্র জাদেজাকে। অবশ্য ওয়ানডে দলে আছেন এই বাঁহাতি স্পিনার।
বাংলাদেশ সফরে না আসার জন্য কোহলি ছুটি চেয়েছিলেন বলে যেসব প্রতিবেদন প্রকাশিত হয়েছিল, তা ঠিক নয় বলে মন্তব্য করেছেন পাতিল, ‘কোনো খেলোয়াড়ের কাছ থেকে বিশ্রামের কোনো অনুরোধ আসেনি।’ তাই ভারতের টেস্ট দলকে নেতৃত্ব দিচ্ছেন কোহলিই। টেস্ট থেকে অবসর নেওয়া ধোনির কাঁধে থাকছে ওয়ানডে দলের অধিনায়কত্বও।
একটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে ৭ জুন বাংলাদেশে আসবে ভারত। ১০ জুন থেকে ফতুল্লায় শুরু হবে একমাত্র টেস্ট। মিরপুরে তিনটি ওয়ানডে হবে ১৮, ২১ ও ২৪ জুন।
ভারতের টেস্ট দল : বিরাট কোহলি (অধিনায়ক), মুরালি বিজয়, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, চেতেশ্বর পুজারা, অজিঙ্কা রাহানে, রোহিত শর্মা, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, হরভজন সিং, করন শর্মা, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব, বরুণ অরুণ ও ইশান্ত শর্মা।
ওয়ানডে দল : মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা, অজিঙ্কা রাহানে, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, সুরেশ রায়না, আম্বাতি রাইডু, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব, মোহিত শর্মা, স্টুয়ার্ট বিনি ও ধাওয়াল কুলকার্নি।