সুইডেনে হবে ইব্রাহিমোভিচের মূর্তি
প্যারিস সেইন্ট জার্মেইনে খেলার সময় মজা করে বলেছিলেন, আইফেল টাওয়ারের জায়গায় নিজের মূর্তি স্থাপন করতে। সেটা যে সম্ভব না তা নিজেও জানতেন জ্লাতান ইব্রাহিমোভিচ। তবে নিজের মূর্তি দেখার জন্য খুব বেশি অপেক্ষাও করতে হচ্ছে না সুইডেনের এই তারকাকে। সুইডেনের রাজধানী স্টকহোমে দেখা যাবে ইব্রার মূর্তি।
সম্প্রতি টানা দশম বছরের মতো সুইডেনের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন ইব্রাহিমোভিচ। স্টকহোমে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে গোল্ডেন বল তুলে দেওয়া হয়েছে ৩৬ বছর বয়সী এই ফুটবলারের হাতে। সেখানেই দেওয়া হয়েছে এই মূর্তি নির্মাণের ঘোষণা। স্টকহোমের ফ্রেন্ডস অ্যারেনার বাইরে স্থাপন করা হবে ইব্রার মূর্তি। ২০১২ সালে সুইডেনের এই মাঠেই ইংল্যান্ডের বিপক্ষে চারটি গোল করেছিলেন এ সময়ের অন্যতম সেরা এই ফুটবলার। জীবন্ত অবস্থাতেই নিজের মূর্তি স্থাপন হতে দেখাটা বিশাল একটা অর্জন বলেই মনে করছেন ইব্রাহিমোভিচ, ‘এটা আমার জন্য অনেক বড় ব্যাপার। বেশির ভাগ মানুষেরই মূর্তি দেখা যায় তাঁরা মারা যাওয়ার পর।’
২০০৫ সালে প্রথমবারের মতো সুইডেনের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন ইব্রা। ২০০৬ সালে হেরেছিলেন আর্সেনালের সাবেক মিডফিল্ডার ফ্রেডি লুজেনবার্গের কাছে। এরপর ইব্রার কাছে পাত্তা পাননি আর কোনো সুইডিশ ফুটবলার। টানা দশমবারের মতো জিতেছেন সুইডেনের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার।
২০১৬ সালের ইউরো কাপের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন ইব্রাহিমোভিচ। সুইডেনের জার্সি গায়ে ১১৬টি ম্যাচ খেলে করেছেন ৬২টি গোল। ইউরোপিয়ান ক্লাব ফুটবলেও দারুণ সফল এই সুইডিশ ফরোয়ার্ড। চারটি ভিন্ন ভিন্ন দেশের লিগে খেলে পেয়েছেন শিরোপা জয়ের স্বাদ।