বাংলাদেশে প্রথম এশিয়ান ট্যুর গলফ
দক্ষিণ এশিয়ায় প্রথম এশিয়ান ট্যুর গলফ আয়োজনের কৃতিত্ব ভারতের। দিল্লির ইন্ডিয়ান ওপেনে বাংলাদেশের সেরা গলফার সিদ্দিকুর রহমান চ্যাম্পিয়নও হয়েছেন একবার। এবার দক্ষিণ এশিয়ার দ্বিতীয় দেশ হিসেবে এশিয়ান ট্যুর গলফ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। বসুন্ধরা বাংলাদেশ ওপেন গলফ নামে এ প্রতিযোগিতা শুরু হবে ২৭ মে থেকে। চার দিনব্যাপী প্রতিযোগিতাটির ভেন্যু কুর্মিটোলা গলফ ক্লাব।
২৫টি দেশের ১৫০ জন পেশাদার গলফার অংশ নেবেন এই প্রতিযোগিতায়। তাঁদের মধ্যে বাংলাদেশের ৩১ জন। বাকি ১১৯ জন আসবেন দেশের বাইরে থেকে। সবচেয়ে বেশি প্রতিযোগী বাংলাদেশেরই। অংশ নেবেন সিদ্দিকুর রহমানও। সিদ্দিকুর ছাড়া আরো নয়জন এশিয়ান ট্যুর চ্যাম্পিয়নকেও দেখা যাবে কুর্মিটোলা গলফ ক্লাবে।
বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় প্রতিযোগিতার মোট প্রাইজমানি তিন লাখ ডলার।
বাংলাদেশ গলফ ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, ‘বাংলাদেশের গলফারদের প্রস্তুতি ভালো হচ্ছে। এ প্রতিযোগিতায় ভালো করার জন্য বিদেশ থেকে কোচও আনা হয়েছে। আশা করি, শেষ দুই রাউন্ডে অন্তত ১০ জন বাংলাদেশি অংশ নিতে পারবেন।’