টাইব্রেকার নাটকীয়তায় কোয়ার্টারে রিয়াল মাদ্রিদ 

কিছু বুঝে উঠার আগেই প্রথম মিনিটে গোল হজম,  দ্বিতীয়ার্ধে সেই গোল শোধে ব্যর্থ; এমন সব নাটকীয়তা ছাপিয়ে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে টাইব্রেকারে  বাজিমাত রিয়ালের।শেষ আট নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।গতকাল বুধবার (১২ মার্চ) দিনগত রাতে মাদ্রিদের ওয়ান্দা মেত্রোপোলিতানোয় শেষ ষোলোর দ্বিতীয় লেগে আতলেতিকোর কাছে ১-০ গোলে হেরেছে রিয়াল। সান্তিয়াগো বার্নাব্যুর আগের লেগ রিয়াল জিতেছিল ২-১ ব্যবধানে।...