বাংলাদেশের অনুশীলন ক্যাম্প শুরু হচ্ছে প্রধান কোচ ছাড়াই
আগামী জুনের ১৪ তারিখ থেকে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তানের একমাত্র টেস্ট। সেই ম্যাচকে সামনে রেখে অনুশীলন করবে বাংলাদেশ দল। অনুশীলন শুরু হবে আগামীকাল সোমবার (২৯ মে) থেকে। তবে, প্রথম কয়েকদিনের ট্রেনিংয়ে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে পাচ্ছে না বাংলাদেশ। ছুটিতে থাকায় দলের সঙ্গে যোগ দিতে পারছেন না তিনি। ৩ জুন ঢাকা ফিরবেন তিনি।
হাথুরুসিংহে না থাকায় অনুশীলন ক্যাম্পে বাংলাদেশ দলকে পরিচালনা করবেন সহকারী কোচ নিক পোথাস। এ ছাড়া ক্যাম্পে প্রথমদিন থেকেই পাওয়া যাবে স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ ও ফিটনেস ট্রেনার নিক লিকে। আজ ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের।
সিরিজের জন্য প্রাথমিকভাবে অনুশীলন ক্যাম্পে ডাকা হয়েছে ২৫ জন ক্রিকেটারকে। তবে পাওয়া যাবে না দলের বেশ কয়েকজন ক্রিকেটারকে। কাল থেকে সিলেটে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের তৃতীয় ও শেষ চারদিনের টেস্ট ম্যাচ। টেস্ট ম্যাচের দলে থাকার কারণে ক্যাম্পে থাকতে পারবেন না মুমিনুল হক-শরীফুল ইসলামরা। টেস্ট শেষ করে জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন তারা।
এদিকে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে না থাকার সম্ভাবনা আছে টেস্টের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের। সেক্ষেত্রে দায়িত্ব সামলাবেন লিটন দাস। অধিনায়কত্ব, ব্যাটিং, কিপিং একসঙ্গে চাপ হয়ে যাওয়াতে স্কোয়াডে ফিরতে পারেন নুরুল হাসান সোহান। এতে লিটন অন্তত কিছুটা নির্ভার থাকতে পারবেন।