সাকিবের না থাকাটা চিন্তার বিষয়, বললেন নান্নু
দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ। তৈরি হচ্ছে বাংলাদেশ দল। চলছে অনুশীলন ক্যাম্প। আফগানিস্তানের বিপক্ষে মিরপুরের হোম অব ক্রিকেটে একমাত্র টেস্ট অনুষ্ঠিত হবে আগামী ১৪ জুন।
সেই টেস্টের জন্য গতকাল ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। পুরোনো চোটের কারণে স্কোয়াডে নেই নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান।
সাকিবের অনুপস্থিতিতে এই টেস্টে দেশকে নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। সাকিবের না থাকা মানে একই সঙ্গে একজন ব্যাটার ও বোলার কমে যাওয়া। সেই ব্যাপারটিই যেন মনে করিয়ে দিলেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
আজ সোমবার (৫ জুন) গণমাধ্যমকে নান্নু বলেন, ‘সাকিব দলের অন্যতম সেরা খেলোয়াড়, আবার টেস্ট অধিনায়কও। সাকিবের না থাকা আমাদের জন্য অবশ্যই একটা চিন্তার কারণ। তার পরেও যারা আছে, তাদের পুরোপুরি সামর্থ্য আছে দেশকে ভালো কিছু দেওয়ার।’
সম্প্রতি বাংলাদেশের পেসাররা আছেন দারুণ ছন্দে। বাংলাদেশ ক্রিকেটে এর আগে এতটা ধারাবাহিক দেখা যায়নি পেসারদের। আসন্ন আফগান সিরিজে পাঁচজন পেসার আছেন স্কোয়াডে। তাসকিন আহমেদ দলে ফিরেছেন। যদিও, পেস আক্রমণের নেতার চোট এখনও পুরোপুরি সারেনি।
সেক্ষেত্রে বিশ্বকাপের আগে তাকে নিয়ে ঝুঁকি নেওয়া ঠিক হবে কিনা তার জবাবে নান্নু বলেন, ‘তাসকিনের বিষয় সম্পূর্ণ ফিটনেস ট্রেনার ও ফিজিওর ওপর। তারা তাকে নিয়ে কাজ করছে। সে যদি পুরোপুরি ফিট না হয়, তখন একটা শঙ্কা থাকবে। যেহেতু একটা টেস্ট, আশা করি খেলার মতো পরিস্থিতি হলে সে খেলবে।’