বড় ভাইয়ের সাপোর্টে ক্রিকেটের স্বপ্নসিঁড়িতে দিপু
তখন মাগরিবের সময়। জানতে পারেন, ডাক পেয়েছেন বাংলাদেশ দলের স্কোয়াডে। সন্ধ্যায় কন্যাসুন্দর আলোয় মাকে কল করে জানান ভালো খবরটা। বড় স্বপ্নজয়ের প্রথম সিঁড়ি মেলার রোমাঞ্চকর অনুভূতি তখন শাহাদাত হোসেন দিপুর মন-মগজে।
গতকাল রোববার (৪ জুন) তরুণ এই ব্যাটার ডাক পান আসন্ন আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট-দলে। এর আগে তিনি ছিলেন হাই পারফরম্যান্স (এইচপি) দলে। খেলেছেন অনূর্ধ্ব-১৯ দলেও। অভিজ্ঞতা আছে ঢাকা প্রিমিয়ার লিগে খেলার। ছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ ‘এ’ দলের ম্যাচেও। ২১ বছর বয়সী দিপু মূল্যায়ন পেয়েছেন ভালো খেলার।
আজ সোমবার গণমাধ্যমের মুখোমুখি হন দিপু। কথা বলেন বিভিন্ন বিষয় নিয়ে। যেখানে উঠে আসে তার ব্যাটিং অর্ডারে ওঠানামা, ক্রিকেটে আদর্শ, আফগান সিরিজ নিয়ে ভাবনা, নিজের পরিকল্পনা, পরিবারসহ নানা প্রসঙ্গ। সেখানে উঠে আসে তার মানসিক শক্তির বিষয়টি।
বাবা হারানোর পর বড় ভাইয়ের সাপোর্টে বেড়ে ওঠেন দিপু। ছেলেবেলা থেকে প্রস্তুত করেছেন নিজেকে। সেই দিনগুলোতে পাশে থাকা ক্রিকেটের আরেক বড় ভাই সুদীপ্তও ভোলেননি দিপু।
দিপু বলেন, ‘ছেলেবেলায় বাবা মারা যাওয়ার পর বড়ভাই আমাকে সব সময়ই সাপোর্ট দিত। ক্রিকেটের এক বড়ভাই ছিল, সুদীপ্ত দা। তিনি আমাকে অনেকভাবে সাহায্য করেছেন একাডেমিতে ভর্তি থেকে শুরু করে, জিনিসপত্র দিয়ে। তাদের সাপোর্টেই মূলত আমার খেলাটা সহজ হয়েছে।’