বোনাসের অর্থ ক্লাবের কর্মীদের দিলেন গার্দিওয়ালা
দুর্দান্ত একটা মৌসুম কাটিয়েছে ম্যানচেস্টার সিটি। জিতেছে ইউরোপিয়ান ট্রেবল। পেপ গার্দিওয়ালার অধীনে অপ্রতিরোধ্য এক দলে পরিণত হয়েছে তারা। ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপের পর প্রথমবারের মতো পেয়েছে আরাধ্য চ্যাম্পিয়ন্স লিগের স্বাদ। এতে খুশি ক্লাবের মালিকপক্ষও। সিটিকে দিয়েছে বিশাল অঙ্কের বোনাস। সেখান থেকে নিজের অংশ দলের কর্মীদের মধ্যে ভাগ করে দেন পেপ গার্দিওয়ালা। এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ।
২০১৬ থেকে সিটিজেনদের দায়িত্বে থাকা গার্দিওয়ালা দলটিকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। পাঁচটি প্রিমিয়ার লিগ জিতিয়েছেন। কিন্তু, স্বপ্নের চ্যাম্পিয়ন্স লিগ এনে দিতে পারছিলেন না। ২০২১ সালে ফাইনালে উঠেও চেলসির কাছে হেরে স্বপ্ন ভাঙে। এবার আর সেই ভুল করেনি তার দল। ইন্টার মিলানকে ফাইনালে ১-০ গোলে হারিয়ে শিরোপা ঘরে তোলে।
১৯৯৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড জিতেছিল ঐতিহাসিক ট্রেবল। দীর্ঘ ২৪ বছর পর দ্বিতীয় ইংলিশ ক্লাব হিসেবে ইউরেপিয়ান ট্রেবল জিতল তারা। বাঁধনহারা উল্লাসে ভেসে যাওয়াই স্বাভাবিক ক্লাবটির সদস্যদের। সঙ্গে বোনাস পেলে তো কথাই নেই।
গার্দিওয়ালা ঠিক কত বোনাস পেয়েছে, সেই অঙ্ক সঠিকভাবে জানা না গেলেও টেলিগ্রাফের মতে, সেটি প্রায় সাড়ে সাত লাখ পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১০ কোটি ৩৩ লাখ টাকার কাছাকাছি। এই টাকা গার্দিওলা ভাগ করে দিয়েছেন সিটির অভ্যর্থনাকর্মী থেকে শুরু করে মাঠকর্মী, নিরাপত্তাকর্মী ও অন্যান্য প্রশাসনিক কর্মীদের মধ্যে। নিজের উপহার তাদের সঙ্গে ভাগাভাগি করে যেন ট্রেবল জয়ের আনন্দ দ্বিগুণ করলেন গার্দিওয়ালা।