দলের সবাইকে কৃতিত্ব দিলেন বাংলাদেশ অধিনায়ক
১৪ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠল বাংলাদেশ। আজ বুধবার (২৮ জুন) নিজেদের গ্রুপের শেষ ম্যাচে ভুটানকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠে জামাল ভূঁইয়া-সোহেল রানারা। শুরুতে পিছিয়ে পড়েও পুরো ম্যাচে রাজত্ব কায়েম করেই খেলেছে বাংলাদেশ।
ম্যাচের পরে অধিনায়ক জামাল বলেন, ‘আমাদের জন্য খুবই কঠিন ম্যাচ ছিল। ওরা (ভুটান) শুরুতে খুবই দুর্দান্ত খেলছিল। প্রথম গোলটাও তারা পেয়ে যায়। তবে, আমরা খুব দ্রুতই ম্যাচে কামব্যাক করি। আমাদের ছেলেদের সম্মান জানাই। ওরা ম্যাচটা নিজেদের আয়ত্তে আনে। আমরা এখন সেমিফাইনালের জন্য তৈরি।’
সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কুয়েত। আসরের অন্যতম ফেভারিট তারা। গ্রুপপর্বে হারিয়েছে স্বাগতিক ভারতকেও। কঠিন প্রতিপক্ষকে বাংলাদেশের কৌশল কেমন সেই প্রশ্নের জবাবে রাখঢাক রাখেননি জামাল।
কুয়েতকে সমীহ করেই বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘কুয়েত খুবই শক্তিশালি দল। ভারতকেও ভুগিয়েছে তারা। আমরা আগে ওদের খেলা দেখে বিশ্লেষণ করব। তারপর নিজেদের কৌশল সাজাব।’
বাংলাদেশের জয়ে অবদান রেখেছেন জামাল নিজেও। অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে দলের ভারসাম্য ধরে রাখতে ভূমিকা রেখেছেন বাংলাদেশের অন্যতম অভিজ্ঞ এই তারকা।