সেমিফাইনালে খেলতে নামছে বাংলাদেশের যে একাদশ
সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৩ এর স্বপ্নের সেমিফাইনালে আজ কুয়েতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ ফুটবল দল। শনিবার (১ জুলাই) ভারতের বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে মাঠে নামার আগে একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ দল।
দীর্ঘ ১৪ বছর বছর সাফের সেমিফাইনালে ওঠা বাংলাদেশের একাদশে চোট কাটিয়ে ফিরেছেন তারিক কাজী। তাকে জায়গা ছেড়ে দিতে একাদশের বাইরে গেছেন রহমত মিয়া।
বাংলাদেশ দলের একাদশ : জামাল ভূঁইয়া (অধিনায়ক), আনিসুর রহমান জিকো (গোলরক্ষক), তপু বর্মন, মোহাম্মদ হৃদয়, শেখ মোরসালিন, রাকিব হোসেন, বিশ্বনাথ ঘোষ, সোহেল রানা, তারিক কাজী, মোহাম্মদ সোহেল রানা, ইসা ফয়সাল।