সাফ ফাইনালের প্রথমার্ধে সমানে সমান ভারত-কুয়েত
সাফ চ্যাম্পিয়নশিপে আটবারের চ্যাম্পিয়ন ভারত। অন্যদিকে, কুয়েতের প্রথম অংশগ্রহণ। প্রথমবারের মতো সাফে অংশ নিলেও তাদের ধরা হচ্ছে আসরের সবচেয়ে শক্তিশালী দল। সেই প্রমাণও দিয়েছে তারা। প্রথমবারের মতে আসরে এসে চলে গেছে ফাইনালে।
ভারতের বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে আজ মঙ্গলবার (৪ জুলাই) সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৩ এর ফাইনালে মুখোমুখি হয়েছে ভারত ও কুয়েত। সমানে সমান লড়াই শেষে ১-১ গোলের সমতা নিয়ে বিরতিতে গেছে দুদল। ম্যাচের শুরুতেই গোল পেয়ে যেতে পারত ভারত। কিন্তু, তৃতীয় মিনিটে ভারতের আকাশ মিশ্রার শট ঠেকিয়ে দেন কুয়েত গোলরক্ষক রহমান মারজুক।
ম্যাচের সাত মিনিটে কাউন্টার অ্যাটাকে প্রথম গোলটা পেয়ে যেতে পারত কুয়েতও। আলফানেনির কাউন্টার অ্যাটাক কাটা পড়ে অফসাইডের ফাঁদে। মিনিট দুয়েক পরেই বাম প্রান্ত থেকে আব্দুল্লাহর ক্রস কর্ণারের বিনিময়ে রক্ষা করেন ভারত গোলরক্ষক গুরপ্রীত সিং।
তবে, ১৪ মিনিটে আর রক্ষা পায়নি ভারত। মাঝমাঠ থেকে বল নিয়ে আলফানেনি বল বাড়ালেন আলব্লাউসির দিকে। আলব্লাউসি বল বাড়িয়ে দেন আলখালদির দিকে। সেখান থেকে গোল করে দলকে এগিয়ে নেন আলখালিদি।
গোল খেয়ে পিছিয়ে পড়া ভারত ১৬ মিনিটে সমতা ফেরাতে পারত। কিন্তু, সুনীল ছেত্রীর শট ঠেকিয়ে দেন মারজুক। এরপর দুদলই চেষ্টা করেছে গোল করতে। তবে, ব্যর্থ হয়েছে তারা। তবে, ৩৯ মিনিটে ভারত সেই সুযোগটা পেয়ে যায়। সুনীল ছেত্রীর তৈরি করা বল থেকে স্বাগতিকদের সমতায় ফেরান লালিয়ানজুয়ালা চাগতে।