প্রথম বাংলাদেশি হিসেবে মুশফিকের অনন্য রেকর্ড
মুশফিকুর রহিম বাংলাদেশের ক্রিকেটে অনেক উত্থান-পতন দেখেছেন। সাদামাটা এক দল থেকে আজকের স্বপ্নবাজ বাংলাদেশকে গড়ে উঠতে দেখেছেন। এখনও দেখছেন। বিশেষ করে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটটাকে। বলা ভালো, বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটকে সবচেয়ে বেশিবার কাছ থেকে দেখেছেন মুশফিক।
আজ শনিবার (৮ জুলাই) আফগানিস্তানের বিপক্ষে যখন আরও একবার মাঠে নামলেন, প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে গড়ে ফেললেন অনন্য এক অর্জন। বাংলাদেশের জার্সিতে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলার রেকর্ড আগে থেকেই মুশফিকের দখলে। আফগানদের বিপক্ষে আজ নেমেছেন প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ২৫০তম ওয়ানডে ম্যাচ খেলতে। তাঁর পেছনে ২৪১ ম্যাচ নিয়ে দুইয়ে আছেন তামিম ইকবাল।
বাংলাদেশের ক্রিকেটে পঞ্চপাণ্ডবের একজন মুশফিক। ভরসার অন্যতম প্রতীক মুশফিককে ডাকাই হয় মি. ডিপেন্ডেবল নামে। ২০০৬ সালের আগস্টে জিম্বাবুয়ের হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষেই অভিষিক্ত হন মুশফিক। এরপর ১৭ বছর পার করে দিলেন আন্তর্জাতিক অঙ্গনে। আগের ২৪৯ ম্যাচে ২৩৩ ইনিংস ব্যাট করে মুশফিকের ব্যাট থেকে এসেছে ৭,১৮৮ রান। ৪৪টি হাফসেঞ্চুরির পাশাপাশি নামের পাশে আছে নয়টি সেঞ্চুরি। ৭৯.৬৯ স্ট্রাইক রেটে তার ব্যাটিং গড় ৩৭.০৫।
তামিম ও সাকিবের পর ওয়ানডেতে সাত হাজার রান করা তৃতীয় বাংলাদেশি মুশফিক। এই ফরম্যাটে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরির মালিকও তিনিই।
উইকেটের সামনে ব্যাটার মুশফিক যেমন সফল, উইকেটের পেছনে উইকেটরক্ষক মুশফিকও প্রশংসনীয়। ২৪৯ ম্যাচে ২১২টি ক্যাচ ও ৫৩টি স্ট্যাম্পিং করেছেন তিনি। মোট ২৬৫টি ডিসমিসাল নিয়ে আছেন উইকেটরক্ষকদের তালিকায় সপ্তম অবস্থানে।
অবশ্য, বাংলাদেশ ক্রিকেটের প্রেক্ষাপটে পরিসংখ্যান দিয়ে বিচার করা যাবে না মুশফিকের কার্যকারিতাকে। সম্প্রতি বাংলাদেশের অন্যতম সেরা পারফর্মার মুশফিক। আসন্ন ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ যে বড় কিছুর স্বপ্ন বুনছে, তার অন্যতম রূপকার মুশফিকুর রহিম।