যুক্তরাষ্ট্রে পা রেখেই ভক্তদের চমকে দিলেন মেসি
ফরাসি ক্লাব পিএসজি অধ্যায় শেষে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে নাম লিখিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। আগামী ১৬ জুলাই ক্লাবটির জার্সিতে সমর্থকদের সামনে উপস্থিত হবেন তিনি। এর আগে একটি প্রমোশনাল ভিডিওতে শেফের ভূমিকায় হাজির হয়ে ভক্ত-সমর্থকদের রীতিমত চমকে দিলেন বিশ্বকাপজয়ী এই তারকা।
গতকাল বুধবার (১২ জুলাই) জনপ্রিয় ফুটবলভিত্তিক ওয়েবসাইট গোল ডটকমের প্রতিবেদন অনুযায়ী, হার্ড রক নামের জনপ্রিয় একটি ক্যাফেতে শেফের ভূমিকায় দেখা গেছে মেসিকে। ওই ভিডিওতে আর্জেন্টাইন তারকা একটি স্যান্ডউইচ তৈরি করেছেন। যার নাম ‘মেসি চিকেন স্যান্ডউইচ’।
২০২১ সাল থেকে হার্ডরক ক্যাফের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন মেসি। এরই ধারাবাহিকতায় এবার নিজের নামে স্যান্ডউইচ আনলেন আর্জেন্টাইন সুপারস্টার। ইনস্টাগ্রামে ওই ভিডিওটি প্রকাশ করে মেসি লেখেন, ‘আরও একটি স্বপ্ন সত্যি হলো। নতুন মেসি চিকেন স্যান্ডউইচের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিতে পেরে আমি রোমাঞ্চিত। হার্ডরক ক্যাফের সঙ্গে মিলে এটা বানিয়েছি। আশা করি আপনারা উপভোগ করবেন।’
আগামী ১৬ জুলাই আর্জেন্টাইন তারকা ফুটবলারকে সবার সঙ্গে পরিচয় করানো হবে। সেদিন ঘরের মাঠ ডিআরভি পিএনকে স্টেডিয়ামে ‘মেজর আনভেইলিং ইভেন্ট’ নামে এক অনুষ্ঠান আয়োজন করেছে মায়ামি। পরিচয়পর্বের দিন বিনোদন, মাঠে বক্তব্য দেওয়ার ব্যবস্থার সঙ্গে আরও কিছু অনুষ্ঠানসূচি রেখেছে ক্লাবটি। মেসির সঙ্গে মায়ামিতে নতুন আসা খেলোয়াড়দের পরিচয় করিয়ে দেবে এমএলএসের ক্লাবটি। আর এমএলএসে আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারের অভিষেক হওয়ার কথা ২১ জুলাই। ক্রুজ আজুলের বিপক্ষে ডিডিআর মাঠে প্রথমবারের মতো সাতবারের ব্যালন ডি’অর বিজয়ী মেসি নামবেন মায়ামির হয়ে।