বাংলাদেশ, বাংলাদেশ—কণ্ঠে মুখরিত সিলেটের গ্যালারি
ওয়ানডে সিরিজে গ্যালারি জুড়ে ছিল হাহাকার। চট্টগ্রাম জহুর আহমেদে ভক্তদের দেখা মেলেনি তেমন। কিন্তু সিলেটে ক্রিকেট ফিরতেই পাল্টে গেল চিত্র। দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দর্শকের বন্যায় ভাসছে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম। লাকাতুরার মাঠ জুড়ে শুধু উচ্চারিত হচ্ছে—বাংলাদেশ, বাংলাদেশ আর বাংলাদেশ। যেন প্রাণ ফিরেছে গ্যালারিতে।
টি-টোয়েন্টি সিরিজকে ঘিরে সিলেট স্টেডিয়াম প্রাঙ্গনে সাজসাজ রব। একদিকে দর্শকদের হিড়িক, অন্যদিকে জার্সি, পতাকা আর বিভিন্ন প্ল্যাকার্ড বিক্রির জমজমাট ব্যবসা। সেই সঙ্গে রং তুলিতে বাংলাদেশ দলের প্রতি ভালোবাসার বার্তা দেওয়ার ব্যবস্থা তো আছেই।
সিলেটের মানুষ তো আছেনই ঢাকা থেকেও খেলা দেখতে ছুটে এসেছেন ভক্তরা। বৃষ্টিতে ভিজে গতকাল রাতে একদল ভক্ত সিলেটে পা রাখেন খেলা দেখতে। তাদেরই একজন নাম রাফি বলছিলেন, ‘সিলেটে খেলা দেখতে এলে খেলা দেখা ও ঘুরাঘুরি দুটোই হয়, তাই ছুটে আসা। অনেকটা রথ দেখা, কলা বেচার মতো।’
গ্যালারিতে বাবার সাথে আসা ছোট্ট ভক্ত। নাম তার জারিন। জিজ্ঞাস করতেই বলে, ‘সাকিবকে দেখতে এসেছি। আব্বু-আম্মুও সাকিবের ভক্ত। আমরা সবাই মিলে সাকিবের খেলা দেখবো।’
আরেক ভক্তও এসেছেন ঢাকা থেকে। বলছেন, ‘খেলা দেখতে ছুটে এলাম। বাংলাদেশের খেলা বলে কথা। দেশের বাইরে হয়ত কঠিন। কিন্তু দেশের ভেতরে হলে মিস করি না। আশা করি আজ বাংলাদেশের জয় দেখেই মাঠ ছাড়ব।‘
এক নারী ভক্ত বলেন, ‘সিলেটে খুব একটা খেলা হয় না বলে আমাদের স্থানীয়দের দেখার সুযোগ কম। এবার যেহেতু সুযোগ হলো চাইবো বাংলাদেশ যেন জয় নিয়েই মাঠ ছাড়ে।’
ওয়ানডে সিরিজটা ভালো কাটেনি বাংলাদেশের। সিরিজ হেরেছে ২-১ ব্যবধানে। তবুও ভক্তরা আশা করছেন হতাশা ভুলে সিলেটে জয়ের গল্প লিখবে বাংলাদেশ।