ভারতীয় অধিনায়কের শাস্তির বিষয়ে যা বললেন পাপন
হারমানপ্রীত কৌর—ভারতীয় নারী ক্রিকেট দলের এই অধিনায়ক এখন আলোচনার তুঙ্গে। মাঠে অশোভন আচরণের পাশাপাশি আম্পায়ারদের নিয়ে মন্তব্য করে এরইমধ্যে শাস্তি পেয়েছেন এই ক্রিকেটার। মাঠে তার এমন আচরণের বিষয়ে মুখ খুলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও।
আজ রোববার (২৩ জুলাই) হোটেল সোনারগাঁওয়ে নারী ক্রিকেটারদের সঙ্গে দেখা করে গণমাধ্যমে পাপন বলেন, ‘ক্রিকেট এমন একটা খেলা এটার নিয়ম কানুন সবাই জানে । সারা বিশ্ব দেখছে এই খেলা। আর আইন অনুযায়ী সব হবে। আম্পায়াররা আছে আইসিসি আছে, ওই প্রক্রিয়ায় যা হবে, সেটাই মেনে নিতে হবে।’
পাপন আরও বলেন, ‘আমাদের মেয়েদের নিয়ে আমি ভীষণ খুশি, যে ওরা বাড়তি কিছু করেনি। আমি হোটেলেও ওদের বলেছি, এমন পরিস্থিতিতে ভুলেও এমন আচরণ করা যাবে না। তবে মেয়েরা যেভাবে পরিস্থিতি সামাল দিয়েছে, তাতে আমি সন্তুষ্ট। আশা করি এমন মানসিকতা নিয়েই আগামীতে খেলবে তারা।’
এর আগে সকালে টিম হোটেলে আনুষ্ঠানিক শুনানিতে অখেলোয়াড়সুলভ আচরণ করায় হারমানকে ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা করার পাশাপাশি তিন ডিমেরিট পয়েন্টস যোগ করা হয়েছে। ম্যাচ রেফারি আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। যদিও শুনানিতে ছিলেন না ভারতীয় অধিনায়ক। শাস্তির কপি তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। ভারতীয় টিম ম্যানেজমেন্ট পরবর্তীতে জানিয়েছে, শাস্তি মেনে নিয়েছেন হারমানপ্রীত।