টানা চার বাউন্ডারি মেরেও শেষ বলে ব্যর্থ মুশফিক
জিমআফ্রো টি-টেন লিগে প্রথম দুই ম্যাচে চমৎকার খেলেছিলেন মুশফিকুর রহিম। তৃতীয় ম্যাচে অতটা ভালো খেলতে পারেননি। বাদ পড়েন দল থেকে। এক ম্যাচ পরেই আবার দলে ঢুকে অল্পের জন্য জেতাতে পারলেন না জোবার্গ বাফেলোসকে।
জিম্বাবুয়েতে চলা টি-টেন লিগে মঙ্গলবার (২৫ জুলাই) রাতে মুখোমুখি হয় ডারবান কালান্দার্স ও জোবার্গ বাফেলোস। টানটান উত্তেজনায় ঠাসা ম্যাচে জোবার্গকে দুই রানে হারিয়েছে ডারবান।
আগে ব্যাট করতে নেমে ১২১ রান তোলে ডারবান। ১২২ রানের জবাবে ব্যাট করতে নামা জোবার্গের সপ্তম ব্যাটার হিসেবে ক্রিজে আসেন মুশফিক। শেষ ওভারের দ্বিতীয় বলে স্ট্রাইক পান তিনি। পাঁচ বলে জোবার্গের তখন প্রয়োজন ২০ রান। মুশফিকের সামনে সমীকরণ ছিল পাঁচ বলে পাঁচ চারের।
আফগানিস্তান পেসার আজমতউল্লাহ ওমরজাইয়ের পরের চার বলের চারটিতেই বাউন্ডারি হাঁকান মুশফিক। প্রথমটি ফাইন লেগে ফ্লিক করে, পরেরটি অফস্ট্যাম্পের বাইরে ফেলা বাউন্সারে সীমানা ছাড়া করেন মুশফিক। চতুর্থ ও পঞ্চম বলে লেগ ও অফে মুশফিকের বাউন্ডারি সমীকরণ নিয়ে আসে এক বলে চার রানে।
টানা চার বলে চার মারা মুশফিক শেষ বলে পেরে ওঠেননি। ওমরজাইয়ের লোয়ারে এক রানের বেশি নিতে পারেননি তিনি। নন স্ট্রাইক এন্ডে গিয়ে বসে পড়েন হতাশায়। সর্বোচ্চ চেষ্টা করেও জেতাতে পারলেন না দলকে। এ দিন ৬ বলে ৩০০ স্ট্রাইক রেটে ১৮ রান করেন মুশফিক। টুর্নামেন্টে আগের তিন ম্যাচে যথাক্রমে ২৩ বলে ৪৬, ১২ বলে ১৯ ও ১৩ বলে ১৬ রান করেন তিনি।