ভারতকে টানা হারের লজ্জা দিল ওয়েস্ট ইন্ডিজ
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আয়োজন করেও টি-টোয়েন্টিতে সাফল্য মিলছে না ভারতের। আইপিএলে দুর্দান্ত খেলা ক্রিকেটাররাই আন্তর্জাতিক ক্রিকেটে গিয়ে খেই হারিয়ে ফেলছেন। যার কারণে বিশ্বকাপের পাশাপাশি দ্বিপাক্ষিক সিরিজগুলোতেও জিততে পারছে না টিম ইন্ডিয়া। এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা হারে সিরিজ হাতছাড়া হওয়ার মুখে হার্দিক পান্ডিয়ার দল।
গতকাল রোববার (৬ আগস্ট) গায়েনার প্রভিডেন্স স্টেডিয়ামে আগে ব্যাট করে ৭ উইকেট ১৫২ রান সংগ্রহ করে ভারত। জবাবে ৭ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। এই জয়ে ৫ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ক্যারিবীয়রা।
১৫৩ রানের মাঝারি সংগ্রহে ব্যাটিংয়ে নেমে প্রত্যাশিত শুরু করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। প্রথম বলেই ব্র্যান্ডন কিং এর উইকেট হারায় ক্যারিবীয়রা। এরপর ২ রানের মাথায় হারায় দ্বিতীয় উইকেট। এবার আউট হয়ে সাজঘরে ফেরেন জনসন চালর্স। শুরুতে ভীষণ চাপে পড়া দলকে কিছুটা স্বস্তি দেয় নিকোলাস পুরাণ ও কাইল মায়ার্স জুটি।
এরপর দলীয় ৩২ রানে মায়ার্সের বিদায়ে ফের ধাক্কা খায় স্বাগতিকরা। ৭ বলে ১৫ রানের ইনিংস খেলে আউট হন মায়ার্স। এরপর দারুণ জুটি গড়েন রভম্যান পাওয়েল ও পুরাণ। বাকি সময়ে আরও ৪টি উইকেট হারালেও জয় পেতে খুব একটা কষ্ট হয়নি স্বাগতিকদের। ৭ বল হাতে রেখেই সিরিজে ২-০ ব্যবধানে লিড নেয় ক্যারিবীয়রা।
এর আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। দলীয় ১৬ রানের মাথায় ওপেনার শুভমান গিলের উইকেট হারায় সফরকারীরা। ৯ বলে ৭ করেন এই ডানহাতি ব্যাটার। এরপর দ্রুতই ফেরেন আরেক ব্যাটার সুর্যকুমার যাদব। ৩ বলে ১ রান আসে তার ব্যাট থেকে।
এরপর অবশ্য শুরুর চাপ সামাল দেন ইশান কিশান ও তিলক বার্মা। ৪২ রানের জুটি গড়ে এই দুই ব্যাটার। দলীয় ৬০ রানের মাথায় ২৩ বলে ব্যক্তিগত ২৭ রান করে আউট হন ইশান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষমেশ ৭ উইকেটে ১৫২ রানের বেশি তুলতে পারেনি হার্দিক পান্ডিয়ার দল।