অধিনায়ক নির্বাচনের দায়িত্ব বিসিবি সভাপতির কাঁধে
অধিনায়ক ইস্যুতে যেন আলোচনা থামছেই না। হুট করেই ওপেনার তামিম ইকবালের সরে দাঁড়ানোয় নতুন অধিনায়ক খুঁজে পেতে বেশ বিপাকেই পড়েছে বিসিবি। একের পর এক সভা করেও নতুন অধিনায়ক নির্বাচন করতে পারেনি বোর্ড। তাই এবার অধিনায়ক বাছাইয়ের গুরুদায়িত্ব পড়েছে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের কাঁধে।
আজ সোমবার (৮ আগস্ট) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির জরুরি সভা শেষে অধিনায়ক ইস্যুতে কথা বলেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস। এসময় অধিনায়ক বাছাইয়ে বিসিবি সভাপতিকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
অধিনায়ক বাছাই প্রসঙ্গে জালাল ইউনুস বলে, ‘আমরা এখনও অধিনায়ক বাছাই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারিনি। আগামী ২-১ দিনের মধ্যেই আপনারা জানতে পারবেন, কে হচ্ছে নতুন অধিনায়ক। আমাদের পছন্দের তালিকায় যারা আছে, তাদের সাথে কথা বলেই আমরা সিদ্ধান্ত নিতে চাই। এই দায়িত্বটা বোর্ড সভাপতিকে দেওয়া হয়েছে। তিনিই খেলোয়াড়দের সাথে কথা বলবেন। যেহেতু দেশের বাইরেও আছেন অনেকে, তাদের সাথে মুঠোফোনে প্রস্তাব দেওয়া হবে।’
অধিনায়ক হওয়ার দৌড়ে কারা আছেন সংক্ষিপ্ত তালিকায়? এমন প্রশ্নের জবাবে জালাল ইউনুসের জবাব, ‘আপাতত সাকিব ও লিটনের সাথে মিরাজের নামও আমরা প্রস্তাব করেছি। বোর্ড সভাপতি তাদের সাথে কথা বলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। আজ থেকেই তাদের সাথে কথা বলা শুরু হবে। এরপরই আপনাদের সিদ্ধান্ত জানানো হবে।’
গুঞ্জন রয়েছে অধিনায়ক হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন টেস্ট ও টি-টোয়েন্টির নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। তবে বেশ কিছু বিষয়ে তার সঙ্গে আলাপ করেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চায় বিসিবি। এই কারণেই হয়তো সময় চেয়েছে বোর্ড।