ড্রিবলিংয়ে সাড়া জাগানো জেরেমি ডকুকে দলে ভেড়াল ম্যানসিটি
বেলজিয়ামের বিস্ময়বালক জেরেমি ডকুকে ৫৫ মিলিয়ন পাউন্ডে দলে নিয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। ইংল্যান্ড ও ইউরোপের বর্তমান চ্যাম্পিয়নদের সঙ্গে আজ শুক্রবার (২৫ আগস্ট) পাঁচ বছরের চুক্তি সম্পন্ন করেন ডকু। নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ম্যানসিটি কর্তৃপক্ষ।
২১ বছর বয়সী ডকুকে পেতে একপ্রকার মরিয়া ছিলেন সিটি কোচ পেপ গার্দিওলা। চলতি মৌসুমে ম্যানসিটি ছেড়ে রিয়াদ মাহরেজ সৌদি প্রো লিগের দল আল-আহলিতে যোগ দেন। এরপরই একজন রাইট উইঙ্গারের খোঁজে নামেন গার্দিওলা। মাহরেজের বিকল্প হিসেবে ফরাসি ক্লাব রেঁনে থেকে ডকুকে নিয়ে আসেন তিনি।
রাইট উইংয়ে খেলা ডকুর সক্ষমতা বোঝাতে ফরাসি কিংবদন্তি থিয়েরি অঁরি একটি মন্তব্য করেছিলেন। ডকু সম্পর্কে অঁরি বলেছিলেন, ‘কোনো খেলোয়াড় যখন তার সঙ্গে ওয়ান অন ওয়ানে মুখোমুখি হবে, প্রার্থনা করা ছাড়া কোনো পথ খোলা থাকবে না।’
অঁরি যে বাড়িয়ে বলেননি, তা বোঝাতে একটি তথ্যই যথেষ্ট। গত মৌসুমে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে ডকুর চেয়ে বেশি সফল ড্রিবলিং করেছেন মাত্র দুজন ফুটবলার। সেই দুজন হলেন, লিওনেল মেসি ও ভিনিসিয়ুস জুনিয়র। ২০২০ ইউরোতে (করোনার কারণে যা ২০২১ সালে অনুষ্ঠিত হয়েছিল) বিশ্বকে নিজের প্রতিভার জানান দিয়েছিলেন বেলজিয়ামের জার্সিতে ১৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলা ডকু।
ম্যানসিটিতে যোগ দিয়ে নিজের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ডকু লেখেন, ‘এখানে যোগ দিতে পেরে ভীষণ গর্বিত আমি। শুরু করার জন্য এবং একসঙ্গে ইতিহাস গড়ার জন্য তর সইছে না। আমাকে সিটিতে অভ্যর্থনা জানানোয় সবাইকে ধন্যবাদ। শিগগির দেখা হবে।’