সিটিতে যেতে অনুশীলন বন্ধ করলেন মরিয়া নুনেজ
ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি এখন আছে সাফল্যের চূঁড়ায়। গত মৌসুমে ক্লাবটি জিতেছে ঐতিহাসিক ট্রেবল শিরোপা। সিটির এই অর্জনের পেছনে অন্যতম ভূমিকা রেখেছিলেন মধ্যমাঠের তারকা কেভিন ডি ব্রুইন। এতটাই ছন্দময়ী ছিলেন, জায়গা পেয়েছেন চলতি বছরের উয়েফা বর্ষসেরা ফুটবলারের সেরা তিনের তালিকায়।
দুঃখের বিষয়, নতুন মৌসুম শুরুর আগেই মাঝমাঠের এই তারকাকে চার মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন। চোটের কারণে এই বেলজিয়ান তারকাকে মৌসুমের প্রথমদিকে পাবেন না সিটি কোচ পেপ গার্দিওলা। এরই মধ্যে ডি ব্রুইনের জায়গায় একজন মিডফিল্ডার খুঁজছে সিটি। উলভার হ্যাম্পটনের পর্তুগিজ তারকা ম্যাথিয়াস নুনেজের জন্য ৪৭ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিয়েছে তারা। কিন্তু, উলভস চায় ৬০ মিলিযন পাউন্ড।
দুপক্ষের বনিবনা হয়নি এখনও। তবে, সিটির প্রস্তাব পেয়ে নিজেকে ঠিক রাখতে পারেননি নুনেজ। ক্লাবকে জানিয়েছেন, যেন তাকে বিক্রি করে দেয়। এমনকি, এর জন্য উলভসের অনুশীলনে যাওয়া বন্ধ করে দিয়েছেন ২৫ বছর বয়সী এই মিডফিল্ডার।
আজ মঙ্গলবার (২৯ আগস্ট) ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুসারে জানা যায়, সিটিতে যাওয়ার জন্য উদগ্রীব হয়ে আছেন নুনেজ। ৩১ আগস্ট বন্ধ হবে ইউরোপিয়ান ফুটবলের দলবদল। সময় একদম কম। নিজের ক্লাব উলভসকে তাই রীতিমতো চাপ প্রয়োগ করছেন নুনেজ, যেন তাকে ছেড়ে দেওয়া হয়। এজন্য অনুশীলন পর্যন্ত বন্ধ করে দিয়েছেন।
এখন দেখার বিষয়, সিটিতে খেলার সৌভাগ্য হয় কি না নুনেজের। কারণ, সিটি আর উলভসের মধ্যে এখনও বনিবনা হয়নি। আর শেষ পর্যন্ত উলভসে থেকে গেলে ক্লাবের শৃঙ্খলা ভঙ্গের দায়ে শাস্তির সম্মুখীন হতে পারেন এই পর্তুগিজ মিডফিল্ডার।