ইবাদতের সুস্থতা কামনায় তাসকিনের বার্তা
সম্প্রতি বাংলাদেশ জাতীয় দলের পেস ইউনিটের উন্নতি চোখে পড়েছে সবার। তাসকিন আহমেদের অলিখিত নেতৃত্বে পেস ইউনিটের অন্যতম ভরসা হয়ে উঠেছেন ইবাদত হোসেন। কিন্তু, আফগানিস্তানের বিপক্ষে পাওয়া চোটে এশিয়া কাপ তো বটেই, শেষ হয়ে গেল ইবাদতের বিশ্বকাপও। দুর্দান্ত ফর্মে থাকা এই পেসার অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) চোটে ভুগছেন। যার জন্য তাঁকে যেতে হবে অস্ত্রোপচারের টেবিলে।
ইবাদতের না থাকাটা বাংলাদেশ দলের শক্তি কিছুটা হলেও কমিয়েছে। তার সুস্থতা কামনা করছে সবাই। এবার তার সুস্থতা কামনায় ভিডিওবার্তা দিলেন তাসকিন আহমেদ। আজ বৃহস্পতিবার (৩১ আগস্ট) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে সেই রিলস শেয়ার করেন ইবাদত।
ভিডিওতে তাসকিন বলেন, ‘অবশ্যই তোকে অনেক মিস করব। কারণ, তুই দলের অন্যতম সেরা পেসার। সতীর্থ হিসেবেও তুই খুব ভালো। তোর দ্রুত সুস্থতা কামনা করছি। সব ঠিক হয়ে যাবে দোস্ত। তুই একজন লড়াকু মানুষ।’
এর আগে এশিয়া কাপের উদ্দেশে দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে ইবাদতকে নিয়ে বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেছিলেন, ‘ইবাদত আমাদের অন্যতম কার্যকরী পেস বোলার। আমাদের যে পাঁচজন পেসার গত কয়েকটি সিরিজে দারুণ খেলেছে, সে তাদের মধ্যে অন্যতম। এশিয়া কাপে তাঁকে না পাওয়া দলের জন্য বড় ক্ষতি। এ মুহূর্তে তাঁর বিকল্প খুঁজে পাওয়া কঠিন। আশা করি, সে দ্রুতই সেরে উঠবে।’