বাংলাদেশের হারের কারণ জানালেন তাসকিন
প্রথম টি-টোয়েন্টির পর দ্বিতীয় টি-টোয়েন্টিতেও বদলেনি বাংলাদেশের ভাগ্য। ভারতের বিপক্ষে গতকাল বুধবার (৯ অক্টোবর) রীতিমতো বিধ্বস্ত হয় বাংলাদেশ। ৮৬ রানে হেরে এক ম্যাচ আগেই সিরিজ হারিয়েছে সফরকারীরা। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—তিন বিভাগের সম্মিলিত ব্যর্থতায় ডুবেছে বাংলাদেশ।
এই ম্যাচে শুরুটা অবশ্য বাংলাদেশ ভালোই করেছিল। পেসার তাসকিন আহমেদের এনে দেওয়া ব্রেক থ্রু কাজে লাগাতে পারেনি বাকিরা। ভারতও চেপে বসে রান পাহাড়ে। যে পাহাড় টপকানো বাংলাদেশের জন্য অসম্ভবই ছিল। শান্ত-লিটনরা সেটি পারেওনি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশি বোলার তাসকিন জানান হারের কারণ। তার কাছে মনে হয়েছে, ভালো শুরুর পরও তা ধরে রাখতে না পারাটাই কাল হয়ে দাঁড়ায়। তাছাড়া, ভারত কমপক্ষে ৪০ রান বেশি করেছে, যা বাড়তি চাপ হয়ে পড়ে ব্যাটারদের জন্য।
তাসকিন বলেন, ‘পাওয়ার প্লেতে আমরা ভালো শুরু করেছিলাম। শেষ দিকে ভারত বেশ ভালো ব্যাটিং করেছে। আমাদের স্পিনারদেরও খারাপ দিন গেছে। এই উইকেটে যদি ১৮০-১৯০ রানে আটকানো যেত, রান তাড়া করা যেত। হয়তো আমরা ভালো ব্যাটিং করতে পারিনি, তবে এই উইকেটটা ব্যাটিংয়ের জন্য চমৎকার। ভারত বড় রান সংগ্রহ করায় মূলত আমরা হেরে গেছি। আমাদের ব্যাটারদেও ব্যর্থতা ছিল, তারা ভাল ব্যাটিং করতে পারেনি।’