ক্রিকেটারদের অনুপ্রেরণা দিতে শুরু হয়েছে সেলিব্রেটি ক্রিকেট লিগ

এতদিন তারা পর্দা রাঙিয়েছেন। অভিনয়ের দুনিয়ায় নানা কারিশমা দেখালেও এবার তারা নামছেন ব্যাট-বল হাতে! আজ বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) থেকে শোবিজ তারকাদের নিয়ে প্রথমবারের মতো বাংলাদেশে আয়োজিত হচ্ছে সেলিব্রেটি ক্রিকেট লিগ (সিসিএল)। যে টুর্নামেন্টের অন্যতম উদ্দেশ্য, বিশ্বকাপে যাওয়া বাংলাদেশ দলকে উৎসাহ দেওয়া।
মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ২৮, ২৯, ৩০ সেপ্টেম্বর চলবে সিসিএল। আট দলে ভাগ হয়ে শোবিজ তারকারা মাতবেন ক্রিকেট উৎসবে।
আট গুণি নির্মাতা সালাউদ্দিন লাভলু, চয়নিকা চৌধুরী, রায়হান রাফি, শিহাব শাহীন, গিয়াসউদ্দিন সেলিম, সকাল আহমেদ, দীপঙ্কর দীপন ও মোস্তফা কামাল রাজের নেতৃত্বে খেলবেন শোবিজ স্টাররা।
অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে ভার্সেটাইল ডমিনেটরস, এসজিএল ক্রেইজি, গিগাবাইট স্কোরারস, অ্যাভেঞ্জারস, গোল্ডস্যান্ডস গ্রুপ স্ট্রাইকারস, স্বপ্নধারা এনিমিজ, রানার ফাস্টিজ, ইস্পাহানি ব্লাস্টারস।
দলগুলোতে খেলবেন চঞ্চল চৌধুরী, আফরান নিশো, সিয়াম আহমেদ, তৌসিফ মাহবুব, শরীফুল রাজ, সালহা খানম নাদিয়া, মেহজাবিন চৌধুরী, সাবিলা নূরের মতো তারকারা।
গত কয়েকদিন পুরোদমে চলেছে অনুশীলন। পুনর্মিলনী হলেও মাঠের ক্রিকেটে কেউই কাউকে ছাড় দেবে না বলে জানিয়েছেন তারকারা। সবার লক্ষ্য শিরোপা। যে শিরোপায় চোখ রেখেই ভারত বিশ্বকাপে খেলবে বাংলাদেশ।
টুর্নামেন্টের আয়োজক জি নেক্সটের চেয়ারম্যান উত্তম বণিক বলেন, ‘আমাদের লক্ষ্যটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলকে উৎসাহ ও অনুপ্রেরণা দেওয়া। তারা যেন কাউকে ভয় না পেয়ে খেলে। তারকাদের মাধ্যমে ১৭ কোটি মানুষের এই বার্তাটা তাদের মধ্যে পৌঁছে দিতে চাই।
তাদের আমরা নাটক সিনেমার পর্দায় দেখে অভ্যস্ত। পর্দায় নিত্যনতুন চরিত্রে সামনে আসা তারকারা লাইট ক্যামেরা অ্যাকশন ছেড়ে দিন তিনেকের জন্য হলেন পুরোদস্তুর ক্রিকেটার। চার ছক্কার হইহইয়ে নতুন চ্যালেঞ্জ নিতে মুখিয়ে গোটা শোবিজ অঙ্গন।