পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়েছে বাংলার মেয়েরা
পাকিস্তান নারী দলের বিপক্ষে গতকাল বুধবার (২৫ অক্টোবর) প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হয় বাংলাদেশ নারী ক্রিকেট দল। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারায় বাংলার মেয়েরা। তবে, ম্যাচ ছাপিয়ে আলোচনায় নাহিদা আক্তারের স্পিন ঘূর্ণি। যার মায়াবী বিষে কুপোকাত পাকিস্তান।
ম্যাচে আগে ব্যাট করে ১৯.৪ ওভারে পাকিস্তান গুটিয়ে যায় ৮২ রানে। নাহিদা নেন পাঁচ উইকেট। ৩.৪ ওভারে পাঁচ উইকেট শিকার করেছেন, বিনিময়ে রান দিয়েছেন মাত্র আট। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশি নারীদের এটিই সেরা বোলিং ফিগার।
নাহিদা শুরুটা করেন দুই ওপেনার মুনিবা আলি ও সিদরা আমিনকে ফিরিয়ে। মুনিবাকে ফেলেন লেগ বিফোরের ফাঁদে, সিদরা হন বোল্ড আউট। বোল্ড করেন শেষ ব্যাটার সাদিয়া ইকবালকেও। মাঝে উম্মে হানিকে লেগ বিফোর এবং নাসরা সান্ধুকে স্টাম্পড করেন অধিনায়ক ও উইকেটরক্ষক নিগার সুলতানা জ্যোতি।
নাহিদার পাঁচ উইকেটের কোনোটিই ক্যাচ হয়নি। এতেই বোঝা যায় কতটা ভুগেছে পাকিস্তানের মেয়েরা। নাহিদার এমন দুরন্ত বোলিং সহজ করে দেয় ব্যাটারদের কাজ। জ্যোতির অপরাজিত ২৬ ও মুর্শিদা খাতুনের ২৩ রানে ভর দিয়ে ১৯.৩ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ৮৩ রান করে বাংলাদেশ। জয় তুলে নেয় প্রথম ম্যাচে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে আগামীকাল শুক্রবার (২৭ অক্টোবর)। ম্যাচটি শুরু হবে বিকেল সাড়ে ৪টায়।