শেষ ম্যাচ হেরেও সিরিজ জিতল বাংলাদেশ
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে দাপুটে জয় পেয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। সুযোগ ছিল ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশের লজ্জা দেওয়ার। তবে, ব্যাটারদের ব্যর্থতায় শেষ ম্যাচে জিততে পারেনি স্বাগতিকরা। ৩১ রানের জয়ে হোয়াইটওয়াশ এড়াল পাকিস্তান।
আজ রোববার (২৯ অক্টোবর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাট করে চার উইকেট হারিয়ে স্কোরবোডে ১৩২ রান তোলে পাকিস্তান। জবাবে ৯ উইকেট হারিয়ে ১০১ রানে থামে বাংলাদেশের নারীরা।
১৩৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করতে পারেনি বাংলাদেশ। দলীয় পাঁচ রানের মাথায় সাদিয়া ইকবালের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন সুমাইয়া আক্তার। আউটের আগে তার ব্যাট থেকে আসে তিন বলে চার রান। সুমাইয়ার বিদায়ের পর শামিমাকে নিয়ে জুটি গড়েন সোবহানা মোস্তারি। তবে, সেই জুটিও খুব একটা বড় হয়নি। দলীয় ৩৮ রানের মাথায় সোবহানা ও ৪১ রানের মাথায় নিগার সুলতানার উইকেট হারায় বাংলাদেশ।
জোড়া ধাক্কা সামালের আগেই দলীয় ৫০ রানের মাথায় স্বর্নার উইকেট হারায় বাংলাদেশ। ১১ বলে তিন রান আসে তার ব্যাট থেকে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১০১ রানে থামে বাংলাদেশ। ব্যাট হাতে সর্বোচ্চ ২৬ রান আসে শামিমার ব্যাট থেকে।
এর আগে, ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করতে পারেনি পাকিস্তান। দলীয় তিন রানের মাথায় সিদরা আমিনের উইকেট হারায় সফরকারীরা। এরপরই দারুণ এক জুটি গড়েন মুনিবা আলী ও বিসমাহ মারুফ। এই দুজনের ১০৬ রানের জুটিতে চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ার ভিত পায় পাকিস্তান। এরপর বাকি ব্যাটাররা মিলে খুব বেশিদূর যেতে পারেনি। ব্যাট হাতে ৪৯ বলে ৬১ রান করেন মুনিবা।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২০ ওভারে ১০১/৯ (শামিমা ২৬, সুমাইয়া ৪, সোবহানা ১৭, নিগার ৩, স্বর্না ৩, রিতু ৩, শরিফা ১৮, নাহিদা ৫, রাবেয়া ১১, সানজিদা ১, ফারিহা ৯; সাদিয়া ৪-০-১৯-২, ওয়াহিদা ৪-১-২১-১, নিদা ৩-১-৯-১, নাসরা ৩-০-৮-১, হানি ৪-০-১৭-১, আলিয়া ২-০-২৪-২)
পাকিস্তান: ২০ ওভারে ১৩২/৪ (সিদরা ২, মুনিবা ৬১, বিসমাহ ৪৮, আলিয়া ৪, নিদা ৯, নাতালিয়া ৫ ; ফারিহা ৪-০-২১-২, সানজিদা ৪-০-৩৪-১, নাহিদা ৪-০-২১-১, শরিফা ৪-০-২৪-০, রাবেয়া ৩-০-২৪-০, স্বর্না ১-০-৫-০)
ফলাফল : পাকিস্তান ৩১ রানে জয়ী।
সিরিজ: বাংলাদেশ ২-১ ব্যবধানে জয়ী।