ব্রাজিলের গোল উৎসব, আর্জেন্টিনার সহজ জয়
ইন্দোনেশিয়ায় চলছে ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ। বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল এবং বড়দের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার আসর শুরু হয়েছিল হার দিয়ে। গত ১১ নভেম্বর ইরানের কাছে ৩-২ ব্যবধানে ব্রাজিল এবং সেনেগালের কাছে ২-১ ব্যবধানে হারে আর্জেন্টিনা। আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) দ্বিতীয় ম্যাচে মাঠে নেমে পায় প্রথম জয়ের দেখা।
গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে নিউ ক্যালেডোনিয়াকে ৯-০ গোলের বিশাল ব্যবধানে হারায় ব্রাজিল। জাপানের বিপক্ষে আর্জেন্টিনা পায় ৩-১ গোলের জয়।
জাকার্তা আন্তর্জাতিক স্টেডিয়ামে কাওয়া এলিয়াসের হ্যাটট্রিকে নিউ ক্যালেডোনিয়াকে উড়িয়ে দেয় ব্রাজিল। সেলেসাওদের পক্ষে জোড়া গোল করেন রায়ান। গোল উৎসবে যোগ দিয়ে একটি করে গোল করেন এস্তেভাও উইলিয়ান, ভিতর রেইস, হোয়াও ভিক্টর ও হেনরি সোসা।
অন্য ম্যাচে, জালাক হারুপাত সোরেয়াং স্টেডিয়ামে ম্যাচের আট মিনিটেই দুই গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। পঞ্চম মিনিটে ক্লদিও এচ্চেভেরি প্রথম গোল করেন। তিন মিনিট পর দ্বিতীয় গোলটি আসে আন্দ্রেস অ্যাকুনার পা থেকে। ৫০ মিনিটে জাপানের রেন্টো তাকাওকা একটি গোল শোধ করেন। তবে, দ্বিতীয়ার্ধ্বের যোগ করা সময়ের অষ্টম মিনিটে গোল করেন ফ্যাবিয়ান রুবের্তো। নিশ্চিত করেন ৩-১ ব্যবধানে আর্জেন্টিনার জয়।
বিশ্বকাপে ব্রাজিল পড়েছে ’সি’ গ্রুপে। তাদের খেলতে হবে ইংল্যান্ড, ইরান ও নিউ ক্যালেডোনিয়ার বিপক্ষে। ‘ডি’ গ্রুপে আর্জেন্টিনার প্রতিপক্ষ জাপান, পোল্যান্ড ও সেনেগাল।
আসরে অংশ নিয়েছে ২৪টি দল। ইন্দোনেশিয়ার চারটি শহরে গত ১১ নভেম্বর থেকে শুরু হয়েছে এবারের আসর। চলবে ২ ডিসেম্বর পর্যন্ত।