২০২৪ সালে ক্রিকেটের গুরুত্বপূর্ণ সূচি
বিদায় নিয়েছে ২০২৩। এসেছে নতুন বছর। ২০২৩ এর মতো ২০২৪ সালেও ক্রিকেটের ব্যস্ততা থাকবে বছরব্যাপী। চলতি বছর বাংলাদেশ দলও কাটাবে ব্যস্ত সময়। আছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এক নজরে চোখ বুলিয়ে আসা যাক ২০২৪ এর আন্তর্জাতিক ক্রিকেটের সূচিতে!
জানুয়ারি
বিপিএল : আগামী ১৯ জানুয়ারি থেকে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। সাত দলের অংশ্রগ্রহণে বিপিএলে চলবে ১ মার্চ পর্যন্ত। বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সাত দলের আসরে প্রথম ম্যাচেই মাঠে নামবে চ্যাম্পিয়নরা। মিরপুরের হোম অব ক্রিকেটে তাদের প্রতিপক্ষ নবাগত দল দুরন্ত ঢাকা। ঢাকা, চট্টগ্রাম ও সিলেট— তিন ভেন্যুতে অনুষ্ঠিত হবে আসরের ৪৬টি ম্যাচ। যার মধ্যে ২২টি ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকায়। চট্টগ্রাম ও সিলেট পর্বে হবে সমান ১২টি করে ম্যাচ। গ্রুপ পর্ব শেষে পয়েন্ট তালিকার ভিত্তিতে সেরা দল যাবে এলিমিনেটর ও কোয়ালিফায়ার রাউন্ডে। এলিমিনেটর ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৫ ফেব্রুয়ারি। দুটি কোয়ালিফায়ার ম্যাচ মাঠে গড়াবে ২৫ ও ২৭ ফেব্রুয়ারি। ফাইনাল ১ মার্চ।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ : জানুয়ারিতেই শুরু হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। ১৯ জানুয়ারি থেকে। ১১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে যুবাদের বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকায় ১৬ দলের অংশগ্রহণে চারটি গ্রুপে ভাগ হয়ে গ্রুপ পর্বে খেলবে দলগুলো। সেখান থেকে যথাক্রমে সুপার সিক্স, সেমিফাইনাল ও ফাইনাল।
এ ছাড়া ,ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে রয়েছে অস্ট্রেলিয়ার হোম সিরিজ। সিরিজে দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি রয়েছে।
ফেব্রুয়ারি
জানুয়ারি-ফেব্রুয়ারিতে আছে ভারত-ইংল্যান্ডের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
মার্চ
বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ : বিপিএলের পর বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। মার্চে লঙ্কানদের বিপক্ষে তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল।
আইপিএল : আগামী ২৩ মার্চ থেকে শুরু হবে আইপিএল। ১০ দলের অংশ্রগ্রহণে হওয়া টুর্নামেন্ট চলবে ২৯ মে পর্যন্ত।
এপ্রিল
বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ : এপ্রিলে ঘরে মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ আছে বাংলাদেশের। এই সিরিজে দুটি টেস্টের পাশাপাশি আছে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তবে, জিম্বাবুয়ের বিপক্ষে কোনো ওয়ানডে ম্যাচ থাকছে না সিরিজে।
পুরো মে জুড়ে চলবে আইপিএলে। এ সময় নেই কোনো আন্তর্জাতিক ম্যাচ।
জুন
টি-টোয়েন্টি বিশ্বকাপ : আগামী ৪ জুন থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। শেষ হবে ৩০ জুন। টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর যৌথভাবে আয়োজন করবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। আসরে প্রথমবারের মতো অংশ নেবে ২০ দল। অনুষ্ঠিত হবে ৫৫টি ম্যাচ। এত বড় পরিসরে এর আগে আইসিসির কোনো ইভেন্ট আয়োজিত হয়নি।
জুলাই
বাংলাদেশের আফগানিস্তান সফর : বিশ্বকাপের পর জুলাই-আগস্টে আফগানিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল। খেলবে আফগানদের দুই ম্যাচের টেস্ট সিরিজ। সিরিজটি আরব আমিরাতে অনুষ্ঠিত হতে পারে। আফগানিস্তানের হোম ভেন্যু হিসেবে আপাতত সেখানেই ম্যাচ খেলে দলটি।
আগস্ট
বাংলাদেশের পাকিস্তান সফর : আগস্ট-সেপ্টেম্বরে পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে টাইগাররা। পাকিস্তানের মাটিতে শুধু দুই ম্যাচের একটি টেস্ট সিরিজ হওয়ার কথা রয়েছে। কোনো ওয়ানডে বা টি-টোয়েন্টি ম্যাচ রাখা হয়নি এখন পর্যন্ত।
সেপ্টেম্বর
বাংলাদেশের ভারত সফর : সেপ্টেম্বর-অক্টোবরে ভারত সফর করবে বাংলাদেশ। এ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে টাইগাররা। নেই কোনো টি-টোয়েন্টি ম্যাচ।
অক্টোবর
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ : সেপ্টেম্বর-অক্টোবরে অনুষ্ঠিত হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের আসরের আয়োজক বাংলাদেশ। ১০টি দল অংশ নেবে টুর্নামেন্টে। এখনও অবশ্য সূচি চূড়ান্ত হয়নি।
এ ছাড়া, অক্টোবরে বাংলাদেশ সফরে আসবে দক্ষিণ আফ্রিকা। ঘরের মাঠের এই সিরিজে প্রোটিয়াদের বিপক্ষে শুধুমাত্র দুই ম্যাচের একটি টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ।
নভেম্বর
বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর : নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফর করবে বাংলাদেশ। সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ এবং দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ।
আইপিএল, বিপিএল ছাড়াও বছরজুড়ে চলবে বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ঘরোয়া টুর্নামেন্টগুলো।