যুব ক্রিকেটারদের স্পন্সর করল ইমরুল-মিরাজের ‘এমকেএস’
দেশের প্রথম ব্যাট প্রস্তুতকারী প্রতিষ্ঠান হিসেবে আগেই আত্মপ্রকাশ করেছে ‘এমকেএস স্পোর্টস’। যেটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন বাংলাদেশ জাতীয় দলের দুই ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ ও ইমরুল কায়েস। গত বছর পথচলা শুরু করা এই কোম্পানি এবার বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের স্পন্সর হয়েছে।
নিজেদের এই প্রতিষ্ঠানের মাধ্যমে দেশের ক্রিকেটারদের ভালো মানের ব্যাটের চাহিদা পূরণ করতে চান মিরাজরা। সেই লক্ষ্য কাজ করছে এমকেএস স্পোর্টস। এরই ধারাবাহিকতায় গতকাল শনিবার (৬ জানুয়ারি) সদ্য এশিয়া কাপ জয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের ব্যাট স্পন্সর করল প্রতিষ্ঠানটি।
জানা গেছে, জাতীয় দলের ক্রিকেটারদের স্পন্সরকারী প্রতিষ্ঠানের মতোই সুবিধা পাবে যুব ক্রিকেটাররা। বছরে ৪টি ব্যাট ৬ জোড়া গ্লাভস আর ২ জোড়া প্যাড পাবেন জিসান-শিবলীরা। ব্যাট ভাঙলে বা চাইলেও মিলবে ব্যাট।
ক্রিকেটারদের হাতে নতুন ব্যাট তুলে দেওয়ার পর মিরাজ বলেন, 'আমি ইমরুল ভাই, আজাদ ভাই, শাহিন ভাইকে কৃতিত্ব দিবো। ইমরুল ভাই অনেকদিন ধরে এটার পেছনে লেগে ছিলেন। আমি ওরকম কিছু করার সময় পাইনি। তিনি শাহিন ভাইকে সঙ্গে নিয়ে এটা প্রতিষ্ঠা করেছেন। ওরা তিনজনই এটা করেছে। আমার কাছে খুব ভালো লাগছে। আমি অনূর্ধ্ব-১৯ খেলেছি, বিশ্বকাপ খেলেছি, ওই সময়ে আমরা এরকম স্পন্সরশিপ পাইনি। হয়ত দুই এক জনের সাথে কথা হয়েছে। আমরা দেশি প্লেয়ারদের প্রোমোট করতে চাই।
মিরাজ আরও যোগ করেন,‘ বাংলাদেশের প্লেয়ারদের সামনে তুলে আনাই আমাদের প্রধান লক্ষ্য। তাদের ভালো ব্যাট বা সব দেয়া। শুরুতে আমরা স্পন্সরশিপে গিয়েছি। তারপর নারী ক্রিকেট বা অনূর্ধ্ব-১৫ বা ১৭ তেও যাবো। ওদের যদি সেরকম কেউ থাকে। বিপিএলেও অনেকের সাথে যাব।'
আজ রোববার (৭ জানুয়ারি) সাউথ আফ্রিকার বিমান ধরবে বাংলাদেশের যুবারা। সেখানে গিয়ে পৌঁছে জিম্বাবুয়ের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে। যদিও তা এখনও চূড়ান্ত হয়নি। ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ আয়ারল্যান্ড এবং যুক্তরাষ্ট্র।