প্রথম পরীক্ষায় ব্যর্থ ‘ওপেনার’ স্মিথ
অভিজ্ঞতায় ঠাসা এক ক্যারিয়ার স্মিভ স্মিথের। শেন ওয়ার্নের পর অস্ট্রেলিয়ান ক্রিকেটে আবির্ভাব ঘটেছিল এক লেগ স্পিনারের। সেখান থেকে স্মিথ বনে যান পুরোদস্তুর ব্যাটার। সমকালের তো বটেই, ক্রিকেট ইতিহাসেরই অন্যতম ক্ল্যাসিক ব্যাটার স্মিথ। ডেভিড ওয়ার্নারের অবসরের পর অসিদের হয়ে টেস্ট ওপেনিং কে করবেন, তা নিয়ে চলেছে বিস্তর আলোচনা। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ও স্মিথের নিজের পক্ষ থেকে ভীষণ চাওয়ায় তাকে নিয়ে আসা হয় ওপেনিংয়ে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনে আজ বুধবার (১৭ জানুয়ারি) প্রথমবারের মতো ওপেনার হিসেবে ব্যাটিংয়ে নামেন স্মিথ। সবার চোখ ছিল কেমন করেন তিনি। তার জন্যেও ছিল পরীক্ষা। তাকে ওপেনিংয়ে আনার বিপক্ষে খোদ অসি অধিনায়ক প্যাট কামিন্স। ওপেনার হিসেবে ভালো করার তাড়না তাই স্মিথেরও ছিল। প্রথম পরীক্ষায় অবশ্য ব্যর্থই হয়েছেন তিনি।
অস্ট্রেলিয়ার ইনিংসের নবম ওভারের প্রথম বল। টেস্ট অভিষিক্ত শামার জোসেফ নিজের প্রথম বলটা করলেন। স্মিথ বলটা ছাড়বেন না আটকাবেন, এমন দোটানায় ব্যাটের কোণায় লেগে বল ততক্ষণে থার্ড স্লিপে। জাস্টিন গ্রিভস ডাইভ দিয়ে বলটা তালুবন্দি করলেন। ২৬ বলে ১২ রান করে সাজঘরে ফিরলেন স্মিথ।
স্মিথকে আউট করা যুগল জোসেফ ও গ্রিভসের এটিই অভিষেক টেস্ট। কাকতালীয় ব্যাপার, ওপেনার হিসেবে স্মিথেরও অভিষেক এই ম্যাচেই। স্মিথ ব্যর্থ হলেও প্রথম দিন শেষে অ্যাডিলেডে অসিরা সফল। ওয়েস্ট ইন্ডিজকে ১৮৮ রানে অলআউট করে নিজেরা দিন শেষ করেছে দু্ই উইকেটে ৫৯ রান নিয়ে। আরেক ওপেনার উসমান খাজা অপরাজিত আছেন ৩০ রানে।