পিসিবির নতুন চেয়ারম্যান হলেন মহসিন নাকভি
সৈয়দ মহসিন রাজা নাকভিকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাঞ্জাবের অন্তর্বর্তীকালীন মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করা নাকভি ৩৭তম চেয়ারম্যান হিসেবে পিসিবির দায়িত্ব নিলেন।
গতকাল মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান শাহ খাওয়ারের ডাকা সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন মহসীন। আগামী তিন বছরের জন্য পিসিবির দায়িত্বে থাকবেন তিনি।
পিসিবির দায়িত্ব পেয়ে নাকভি বলেন, ‘আমাকে পিসিবির চেয়ারম্যান নির্বাচিত করায় আমি সম্মানিত ও কৃতজ্ঞ। আমার প্রতি আস্থা ও বিশ্বাস রাখায় সকলকে ধন্যবাদ দিতে চাই। আমি পাকিস্তানের ক্রিকেটকে সামনে এগিয়ে নিতে ও বোর্ডে পেশাদারিত্ব ফিরিয়ে আনতে প্রতিজ্ঞাবদ্ধ।’
রাজনীতির পাশাপাশি মিডিয়াতেও নাকভির প্রভাব রয়েছে। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএএনে প্রশিক্ষণ নিয়েছেন ৪৫ বছর বয়সী নাকভি। পাকিস্তানের সংবাদভিত্তিক টিভি চ্যানেল ২৪ ডিজিটাল তারই মালিকানাধীন।
২০২২ সালের ডিসেম্বরে রমিজ রাজা পিসিবি ছাড়ার পর পূর্ণাঙ্গ চেয়ারম্যান নেই। এরপর নাজাম শেঠি ও জাকা আশরাফ বিভিন্ন মেয়াদে অন্তর্বর্তীকালীন চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। সবশেষ গত ১৯ জানুয়ারি পদত্যাগ করেন জাকা আশরাফ।