জনপ্রিয়তা নয়, পারফরম্যান্সের ভিত্তিতে দল গড়বেন নতুন নির্বাচকরা
অনেকটা চমক হিসেবে বিসিবির প্রধান নির্বাচক করা হয়েছে সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপুকে। মিনহাজুল আবেদীন নান্নুর নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল থেকে বিদায় নিতে হয়েছে হাবিবুল বাশার সুমনকেও। তবে টিকে গেছেন আব্দুর রাজ্জাক। নতুন নির্বাচক প্যানেলে আছেন এতদিন যুবাদের নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করা হান্নান সরকার। দায়িত্ব নেওয়ার পর প্রথমবার গণমাধ্যমের মুখোমুখি হলেন তারা।
আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজেদের ভাবনা ও পরিকল্পনা জানান নতুন নির্বাচকরা। জনপ্রিয়তা নয় পারফরম্যান্সের ভিত্তিতে দল গঠন করতে চান নতুন নির্বাচক প্যানেল।
প্রধান নির্বাচক গাজী আশরাফ দায়িত্ব গ্রহণ করে বলেন,‘ আমরা যারাই নির্বাচক প্যানেলে আছি, আমরা চেষ্টা করবো মেধা, প্রজ্ঞা ও সততা দিয়ে সেরা দলটা নির্বাচন করার। বোর্ডের সঙ্গে আমি লম্বা সময় ধরে নেই। মাঝে অনেকবার প্রস্তাব আসলেও আমি পারিবারিক কারণে তার গ্রহণ করিনি। একটা বিষয় আপনাদের বলতে চাই, দল নির্বাচনে অধিনায়ক-কোচের ভূমিকা থাকবে, তবে আমরা নিজেদের স্বাধীনতা বজায় রেখেই কাজ করব। আমার ইচ্ছা একটা ডাটাবেজ তৈরি করা, যেখানে তৃণমূল থেকে জাতীয় দল পর্যন্ত সব খেলোয়াড়দের তথ্য থাকবে। যাতে প্রয়োজন অনুসারে আমরা খেলোয়াড় বাছাই করতে পারি।’
খেলোয়াড় নির্বাচন প্রসঙ্গে আরেক নির্বাচক হান্নান সরকার বলেন,‘আমি বিশ্বাস করি একজন খেলোয়াড়ের জাতীয় দলে ঢোকাটা কঠিন হওয়া উচিত। যথেষ্ঠ যাচাই বাছাই করেই জাতীয় দলে খেলোয়াড় নির্বাচন করা উচিত। জনপ্রিয়তা কিংবা একটি টুর্নামেন্টে ভালো খেললে, তাকে দলে নিয়ে নেওয়াটা কখনও ঠিক নয়। পারফরম্যান্সের ভিত্তিতে বাছাই করা উচিত। এমনকি একজন খেলোয়াড়কে বাদ দেওয়ার প্রক্রিয়াটাও কঠিন হওয়া উচিত। আমরা এভাবেই কাজ করতে চাই।’