মুস্তাফিজকে নিয়ে সুখবর দিল কুমিল্লা
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অন্যতম আলোচিত খবর ‘বলের আঘাতে হাসপাতালে মুস্তাফিজ’। এরপর থেকে ভক্তরা অপেক্ষায় রয়েছে তার খবর পেতে। কী তার আপডেট? কবে নামবেন মাঠে? এসব জানতে মুখিয়ে ভক্তরা। এরই মাঝে এসেছে সুখবর।
গতকাল সোমবার (১৯ ফেব্রুয়ারি) এক বিবৃতির মাধ্যমে মুস্তাফিজের সর্বশেস শারীরিক অবস্থা জানিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তারকা এই পেসারকে নিয়ে বড় কোনো শঙ্কা নেই।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ফিজিও এস এম জাহেদুল ইসলাম বলেন, ‘মুস্তাফিজের মাথার ক্ষত স্থানে পাঁচটি সেলাই লেগেছে। সোমবার থেকে তার ক্ষত স্থানে ড্রেসিং করা শুরু হয়েছে। সব ঠিক থাকলে আজ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হবে।’
রোববার সকালে সাগরিকায় অনুশীলনে আসে টিম কুমিল্লা। পাশাপাশি নেটে ব্যাট করছিলেন লিটন ও ম্যাথু ফোর্ড। মুস্তাফিজ ও নেট বোলাররা তাদের বল করছিলেন। নিজের বোলিং শেষে ফেরত আসার সময় আরেকজন বোলারের বলে পাশের নেট থেকে ফোর্ডের প্রচণ্ড গতির বল এসে লাগে মুস্তাফিজের মাথার বাঁ পাশে। এ সময় তার মাথা থেকে রক্ত ঝরতে দেখা যায়। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও স্ক্যান রিপোর্টে অভ্যন্তরীণ রক্তক্ষরণের তথ্য মেলেনি।