বরিশালের বিপক্ষে হারকে সতর্কবার্তা হিসেবে নিচ্ছে কুমিল্লা
বিপিএলে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে হার মেনেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তামিম ইকবালের ফরচুন বরিশালের কাছে ছয় উইকেটে হেরেছে বর্তমান চ্যাম্পিয়নরা। প্লে-অফে যাওয়ার ক্ষেত্রে অবশ্য এটি কোনো বাধা হয়নি কুমিল্লার জন্য। আগেই কোয়ালিফায়ার নিশ্চিত হয়ে যাওয়ায় ম্যাচটি ছিল নিয়মরক্ষার।
নিয়মরক্ষার এই ম্যাচে কুমিল্লা চেয়েছে নিজেদের প্রস্তুত করতে। সেখানেই ব্যর্থ দলটি। এ ম্যাচে কয়েকজন তারকাকেও বিশ্রামে রেখেছিল তারা। সুযোগ দিয়েছে নতুনদের। তাদের একজন তরুণ বোলার মুশফিক হাসান। যিনি আজ শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) একাদশে সুযোগ পেয়েছেন। বল হাতে নিয়েছেন দুই উইকেট। তবুও দল হারাতে স্বভাবতই মন খারাপ।
ম্যাচ শেষে কথা বলতে গিয়ে মুশফিক জানান, এই হার তাদের জন্য সতর্কবার্তা। প্লে-অফের আগে ভুলগুলো শুধরে নেবে কুমিল্লা। প্রথম কোয়ারিফায়ারে কুমিল্লার প্রতিপক্ষ সাকিব আল হাসানের রংপুর রাইডার্স।
মুশফিক বলেন, ‘এই হারকে আমরা সতর্কবার্তা হিসেবে নিচ্ছি। রংপুর অনেক কঠিন প্রতিপক্ষ। তাদের বিপক্ষে ম্যাচের আগে আমাদের একটা প্রস্তুতি দরকার ছিল। রংপুরের বিপক্ষে ম্যাচের আগে এটা আমাদের যাচাই করার সুযোগ দেবে। ভুলগুলো নিয়ে কাজ করতে পারব।’