ভুটানকে ৬ গোল দিয়ে ফাইনালের প্রস্তুতি সারল বাংলাদেশ
টানা দুই জয়ে ফাইনাল নিশ্চিত হয়েছিল আগেই। রাউন্ড রবিন লিগে নিজেদের শেষ ম্যাচটি ছিল কেবলই নিয়মরক্ষার। এই ম্যাচকে অবশ্য ফাইনালের আগে প্রস্তুতির মঞ্চ হিসেবে দারুণভাবে কাজে লাগিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী দল। শিরোপা লড়াইয়ে মাঠে নামার আগে কোনো গোল হজম না করেই ভুটানের জালে ৬ গোল দিয়েছে বাংলাদেশের মেয়েরা।
সাফ অনূর্ধ্ব-১৬ উইমেন’স চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে ফাইনালের আগে ভুটানকে ৬-০ গোলে হারাল সাইফুল বারী টিটুর দল।
নেপালকে ২-০ গোলে হারিয়ে আসর শুরুর পর ভারতের বিপক্ষে ৩-১ ব্যবধানে জিতে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। এবার জয় পেল ভুটানের বিপক্ষে। টানা জয়ের আত্মবিশ্বাস নিয়ে আগামী রোববার শিরোপা লড়াইয়ে ভারতের মুখোমুখি হবে লাল-সবুজের মেয়েরা।
আজ শুক্রবার (৮ মার্চ) নিজেদের শেষ ম্যাচে একই একাদশ নিযে মাঠে নামে বাংলাদেশ। ম্যাচের ১৩তম মিলে যায় লিড। যা আসে সুরভী আকন্দর পা থেকে। পরের গোলটি আসে ৩৩তম মিনিটে। সেটি করেন ফাতেমা। ডি বক্সের বেশ বাইরে থেকে প্রতিপক্ষের গোলরক্ষককে বোকা বানিয়ে বল ঠিকানায় পাঠান তিনি। ঠিক পরের মিনিটে ফাতেমার কর্নারে দূরের পোস্টে ফাঁকায় থাকা ক্রানুচিং মারমা হেডে স্কোরলাইন ৩-০ করেন।
বাকি গোলগুলো আসে বিরতির পর। দ্বিতীয়ার্ধের শুরুতে স্কোরবোর্ডে নাম লেখান সাথী। এরপর ৬৮তম মিনিটে দুই ডান পায়ের শটে স্কোরলাইন ৫-০ করেন থুইনু মারমা। এর কিছুক্ষণ পরই কোনাকুনি শটে ষষ্ঠ গোলটি করেন প্রীতি। তাতে ছয় গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা।