ভারতের বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে বাংলাদেশ
নেপালের কাঠমুণ্ডুতে চলছে সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। আজ রোববার (১০ মার্চ) প্রথমার্ধ্ব শেষে ভারতের বিপক্ষে পিছিয়ে আছে বাংলার কিশোরীরা। ম্যাচের শুরুতেই ভারতীয় ফরোয়ার্ড আনুশকা কুমারিয়া এগিয়ে নেন দলকে।
ম্যাচের বয়স তখন সবে চার মিনিট। মাঝমাঠ থেকে অতর্কিত এক আক্রমণে বল পেয়ে যান আনুশকা। শুরুতেই আনমার্কড থাকা আনুশকাকে পেছন থেকে বাংলাদেশি দুই ডিফেন্ডার থামানোর চেষ্টা করেন। তবে, দ্রতগতিতে দুজনকে ছিটকে বাম পায়ের শটে বল জানলে পাঠান। এগিয়ে যায় ভারত।
গোল হজম করে বাংলার মেয়েরা দমে যায়নি। টানা কয়েকটি আক্রমণ সাজায়। প্রথম পাঁচ মিনিটে এলোমেলো থাকলেও পরের পাঁচ মিনিটে দারুণ কিছু আক্রমণ তৈরি করেও ফিনিশিং দিতে পারেনি বাঘিনীরা। প্রধমার্ধ্বের মাঝামাঝি সময়ে বাংলাদেশ সুযোগ তৈরির চেষ্টা করে। ফ্রি কিক আদায় করে নেয়। যদিও, সুবিধা করতে পারেনি তারা।
বাকিটা সময় দুদলই চেয়েছে গোল করতে। কিন্তু, বেশিরভাগ সময় বল মাঝমাঠেই ঘোরাঘুরি করেছে। ৩৭ মিনিটে ভারতের গোলদাতা আনুশকা বাংলাদেশের কয়েকজনকে কাটিয়ে ভালো সম্ভাবনা তৈরি করলেও সেই যাত্রায় রক্ষা পায় লাল-সবুজের দল।
সবমিলিয়ে, ভারত পারেনি নিজেদের লিড এগিয়ে নিতে, বাংলাদেশ ব্যর্থ সমতা ফেরাতে। এক গোলে পিছিয়ে থেকেই তাই বিরতিতে যায় সাইফুল বারী টিটুর দল।