জ্যোতি নিজেও জানেন না ভরাডুবির কারণ!
প্রথমবারের মতো বাংলাদেশে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এসেছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। অসি নারীরা শক্তি-সামর্থ্য-সাফল্যে বাংলার নারীদের চেয়ে যোজন যোজন এগিয়ে। তবু, ঘরের মাঠ বলে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি আশায় ছিলেন ভালো কিছুর।
মাঠের ক্রিকেটে অবশ্য তেমন কিছুই হয়নি। তিন ওয়ানডের একটিতেও শতরান পার করতে পারেনি বাংলার মেয়েরা। যথাক্রমে ৯৫, ৯৭ ও ৮৯ রানে গুটিয়ে যায় অসি বোলারদের সামনে। ৩-০ তে সিরিজ হেরে পায় হোয়াইটওয়াশের লজ্জা।
বাংলাদেশ অধিনায়ক জ্যোতি জানান, খেলোয়াড়দের দক্ষতায় ঘাটতি নেই। কেন এমন হলো তিনি নিজেও বুঝছেন না। তবে, এটা ঠিক সামর্থ্যের ১০ ভাগও দিতে পারেনি বাংলাদেশ।
জ্যোতি বলেন, ‘বাংলাদেশ গত ছয় মাস ধরে যেভাবে ক্রিকেট খেলছে, এই সিরিজে এমন ফল প্রত্যাশিত নয়। নিজেদের সামর্থ্যের ১০ ভাগও দিতে পারিনি আমরা। আমি নিজেও ভালো খেলতে পারিনি। কেন এমনটা হয়েছে ঠিক বলতে পারব না। কারণ, এই দলটাই গত ছয় মাস ধরে ভালো ক্রিকেট খেলছে। দক্ষতা, পরিশ্রমে কোনো ঘাটতি নেই।’
আগামী ৩১ মার্চ থেকে শুরু হবে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ। পরের দুটি ম্যাচ ২ ও ৪ এপ্রিল।