অসিদের বিপক্ষে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ
আর এক ম্যাচ জিতলেই সিরিজ নিজেদের করে নেবে অস্ট্রেলিয়া। বাংলাদেশ নারী দলের বিপক্ষে ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও সিরিজ জয়ের হাতছানি অসি নারীদের সামনে। সেই লক্ষ্যে আজ মঙ্গলবার (২ এপ্রিল) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং বেছে নেয় অসি নারীরা।
প্রথম ম্যাচে ব্যাট হাতে ভালোই করেছে বাংলাদেশ। অসি বোলিং লাইনআপের বিপক্ষে ওয়ানডেতে তিন ম্যাচ খেলেও শতরান পার হতে পারেননি জ্যোতি-ফাহিমারা। তবে, প্রথম টি-টোয়েন্টিতে করে ১২৬ রান। যদিও, কোনো উইকেট না হারিয়েই সেটি টপকে যায় অসিরা।
বাংলাদেশের সামনে আজকের লড়াইটা সিরিজে টিকে থাকার। অস্ট্রেলিয়ার বিপক্ষে এ ম্যাচে হারলেই নিশ্চিত হবে সিরিজ হারের লজ্জা। বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি মনে করেন, নিজেদের সামর্থ্য অনুযায়ী খেললে অসিদের হারানো অসম্ভব নয়।
ঘরের মাঠ হলেও স্বাগতিকদের আত্মবিশ্বাস অনেকটাই তলানিতে। খাদের কিনারা থেকে মেয়েদের তুলতে এবং হারানো আত্মবিশ্বাস ফেরাতে প্রয়োজন কেবল একটি জয়। অন্তত, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি ম্যাচ।